হায়দরাবাদ:নতুন বছরের আগেই বাজারে এল টিভিএসে মোটরস-এর আপডেটেড মডেল 2025 TVS Apache RTR 160 4V ৷ নতুন এই আপডেটেড মডেলে রয়েছে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ হয়েছে ৷ তিনটি নতুন রঙে পাওয়া যাচ্ছে এই বাইক ৷ এবার জেনে নেওয়া যাক TVS Apache RTR 160 4V-এর অন্যান্য বৈশষ্ট্য ৷
TVS RTR 160 4V আপডেট মডেল:TVS Motors একটি আপডেট সহ ভারতীয় বাজারে 160 cc বাইক Apache RTR 160 4V লঞ্চ করেছে ৷ সংস্থাটি আপডেটে মডেলে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য এবং প্রযুক্তি যুক্ত করেছে । TVS Apache RTR 160 4V বাইকে রয়েছে 159.7 cc অয়েল-কুলড ফুয়েল ইনজেক্টেড 4 ভালভ ইঞ্জিন ৷ ফলে বাইকটি 17.55 PS শক্তি এবং 14.73 নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে ৷
অন্যান্য ফিচার:কেবলমাত্র ইঞ্জিনের ক্ষেত্রেই পরিবর্তন আনা হয়নি, বাইকটির অন্যান্য ফিচারে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ বাইকটি স্পোর্ট, আরবান এবং রেইন এই তিনটি মোডে চালানো যাবে ৷ বাইকটি TVS 2025-মডেলের বাইকটি SmartXonnect প্রযুক্তির ব্যবহার করা হয়েছেে। এছাড়াও রয়েছে ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল, এসএমএস সতর্কতা এবং ভয়েস সহায়তার সুবিধা ৷ বাইকটিতে জিটিটি প্রযুক্তি থাকায় ভারী ট্র্যাফিকের মধ্যে চালানো সহজ হবে টু-হুইলারটি । চালকের নিরাপত্তার কথা ভেবে বাইকটিতে ডুয়াল চ্যানেল ABS-সহ RLP, LED হেডলাইট, টেল ল্যাম্প ও একটি বুলপাপ এক্সজস্টের সুবিধা যোগ করা হয়েছে ৷