হায়দরাবাদ:নতুন বছরের আগে একাধিক কোম্পানি বাজার ধরতে বর্ষশেষের সময়টিকে বেছে নিয়েছে ৷ বাদ যায়নি Honda Cars India মতো প্রথম সারির গাড়ি প্রস্তুতকারত সংস্থা ৷ বুধবার ভারতের বাজারে লঞ্চ করেছে 2025 Honda Amaze । এটি প্রথম কমপ্যাক্ট সেডান যেখানে ADAS ফিচার রয়েছে ৷ তাও দাম মাত্র 8 লক্ষ টাকায় (এক্স-শোরুম)। ভারতে সবচেয়ে সস্তায় একমাত্র 2025 Honda Amaze-এ ADAS (অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম)সিস্টেম রয়েছে ৷ এই গাড়ির টপ মডেলটির দাম 10.90 লক্ষ টাকা ৷ এই গাড়িটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ।
2025 Honda Amaze-এর ডিজাইন:
নতুন Amaze-এর কমপ্যাক্ট SUV Honda Elevate-এর মতোই । তবে এটি কমপ্যাক্ট সেডান মডেল ৷ এতে চৌকো হেডলাইট দেওয়া হয়েছে। এছাড়াও, বাম্পারের নীচের অংশে একটি সেন্ট্রাল এয়ার ভেন্ট দেওয়া হয়েছে ৷ ফগ ল্যাম্পগুলির জন্য সাইড ভেন্ট রয়েছে । নতুন ফেসলিফ্ট Amaze -এর ভিতরটি হোন্ডা এলিভেটের মতো ডিজাইন । এতে 8-ইঞ্চি টাচস্ক্রিন, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 7-ইঞ্চি MID, মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল দেওয়া হয়েছে । রয়েছে ওয়্যারলেস চার্জিং শেল্ফ এবং একটি USB পোর্টের সুবিধা ৷
2025 Honda Amaze-এ, গাড়ির ভিতরের তাপমাত্রা অটোমেটিক ভাবে নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে ৷ এছাড়াও ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ওয়্যারলেস চার্জার, পুশ বোতাম স্টার্ট-স্টপ, পিছনের এসি ভেন্ট এবং পিছনের সিট আর্মরেস্ট রয়েছে । নিরাপত্তার দিক থেকেও কোনও খামতি নেই Honda Amaze -এ৷ নতুন Amaze দেওয়া হয়েছে 6টি এয়ারব্যাগ, লেন ওয়াচ ক্যামেরা, হিল স্টার্ট অ্যাসিস্ট, ESC এবং Honda's Sensing ADAS।