পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাস কলকাতায় মহিলার রহস্যমৃত্যু, সন্দেহের তির লিভ-ইন পার্টনারের দিকে - মহিলার রহস্যমৃত্যু

Body Recovery: কলকাতার গরফা থানা এলাকায় বুধবার এক মহিলার দেহ উদ্ধার হয় ৷ তিনি সেখানে এক যুবকের সঙ্গে লিভ-ইন করতেন ৷ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ ঘটনাটি খুন না আত্মহত্যা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

Garfa PS
Garfa PS

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 4:36 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: মহিলার দেহ উদ্ধার হল কলকাতার গরফা থানা এলাকার একটি বাড়ি থেকে ৷ বুধবার দুপুরে সেখানকার পূর্বাচল এলাকার একটি বাড়ি থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয় ৷ কলকাতা পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, মৃতার নাম মঞ্জু দে ওরফে মমতাজ বিবি ৷ তিনি বাপ্পা দে নামে একজনের সঙ্গে সেখানে লিভ-ইন করতেন ৷ পুলিশ মহিলার লিভ-ইন পার্টনার বাপ্পাকে আটক করেছে ৷

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছেন তদন্তকারীরা ৷ তবে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দেহ একটি চেয়ারে বসানো অবস্থায় ছিল ৷ সেখানেই ছিলেন বাপ্পা ৷ তিনি দাবি করেন যে দেহ তিনিই নামিয়েছেন ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘আমরা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । ওই মহিলার গলায় একটি কালশিটে দাগ পাওয়া গিয়েছে । কিন্তু বাহ্যিকভাবে মহিলার দেহে কোনও আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি ।’’

ফলে আত্মহত্যা না খুন, সেটা ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে পুলিশ কিছু বলতে চাইছে না ৷ তবে তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই মহিলার বাড়ি দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি এলাকায় ৷ তিনি বিবাহিত ৷ কিন্তু স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে যায় ৷ বছরখানেক আগে তিনি পূর্বাচল এলাকায় থাকতে আসেন বাপ্পার সঙ্গে ৷

পুলিশ সূত্রে খবর, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে দু’জনের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি উঠে এসেছে ৷ তাই সেই টানাপোড়েনে মহিলা আত্মঘাতী হলেন, নাকি তাঁকে খুন করা হল, সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ বাপ্পা দে-কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাঁর ও মৃতার আসল পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি মোবাইল ফোন উদ্ধার করেছে ৷ সে দু’টি খতিয়ে দেখে কোনও তথ্য পাওয়া যায় কি না, তা দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে ব্ল্যাকমেল, দুর্গাপুরের খুনের ঘটনার রহস্য উন্মোচন করল ধৃত মহিলা
  2. যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রেমিকা
  3. ফ্ল্যাট থেকে উদ্ধার নোয়াপাড়া থানার হোমগার্ডের ঝুলন্ত দেহ

ABOUT THE AUTHOR

...view details