কলকাতা, 24 জানুয়ারি: কেন মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে ? এবার রাজ্যের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷ বুধবার সকালে মাধ্যমিকের সময়সূচি পরিবর্তন করা নিয়ে ছাত্রছাত্রীদের তরফে, একটি শিক্ষক সংগঠন মামলা দায়ের করেছে ৷ সেই মামলার শুনানিতেই রাজ্যের কাছে জবাব তলব করেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ ৷ উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদ দু’সপ্তাহ আগে পরীক্ষার সময়সূচি 11টা 45 মিনিটের বদলে সকাল 9টা 45 মিনিট করে দিয়েছে ৷ তার বিরুদ্ধেই এই মামলা দায়ের করা হয়েছে ৷
মামলাকারীদের বক্তব্য, রাজ্যে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী চলতি বছরে পরীক্ষায় বসছে ৷ শহর বা গ্রাম যেখানেই হোক, ছাত্রছাত্রীদের দূরের কোনও স্কুলে পরীক্ষার কেন্দ্র পড়ে ৷ শহরের দিকে যাতায়াতের সুবিধা থাকলেও, গ্রামের দিকে সেই সুবিধা অধিকাংশ ক্ষেত্রে থাকে না ৷ ফলে সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা ৷ রাজ্যের এতবড় সিদ্ধান্ত গ্রহণ করার আগে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে ৷
সেখানে বলা হয়েছে, পরীক্ষা শুরুর দু’সপ্তাহ আগে হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, 11টা 45 মিনিটের বদলে পরীক্ষা শুরু হবে 9টা 45 মিনিটে ৷ ছাত্র শিক্ষক থেকে শুরু করে, শিক্ষাকর্মীরা এতে নানানরকম সমস্যায় পড়বেন ৷ শুনানিতে আরও বলা হয়, মধ্যশিক্ষা পর্ষদকে গত 19 জানুয়ারি একটি ই-মেল পাঠানো হয়েছিল ৷ সেখানে এই সময় বদলের বিষয়টিতে আপত্তি জানানো হয়েছিল ৷ কিন্তু, তাতে ইতিবাচক কোনও উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ ৷ আবেদনে উল্লেখ করা হয়েছে, "ছেলেমেয়েরা জীবনের শুরুর পরীক্ষাতেই সকালে উঠে এভাবে তাড়াহুড়ো করতে কেন্দ্রে পৌঁছালে চাপে পড়বে ৷ অবিলম্বে এই সময়সূচি পরিবর্তন করা হোক ৷"
আবেদনকারীদের আইনজীবীর বক্তব্য শোনার পর, বিচারপতি বিশ্বজিৎ বসু মধ্যশিক্ষা পর্ষদের কাছে সময়সূচি পরিবর্তনের কারণ জানতে চেয়েছেন ৷ আগামিকাল ফের এই মামলার শুনানি হবে ৷ উল্লেখ্য, রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি ৷ প্রত্যেক বছরের মতোই এবছরও পরীক্ষা হওয়ার কথা ছিল 11টা 45 মিনিটে ৷ কিন্তু, কোনও কারণ না জানিয়েই মধ্যশিক্ষা পর্ষদ সেই সময়সূচি বদলে সকাল 9টা 45 মিনিট করেছে ৷ তার বিরুদ্ধেই দায়ের হয়েছে এই মামলা ৷
আরও পড়ুন:
- নেই ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নথি ! মেডিক্যালে ভরতি মামলায় সিবিআইকে নথি হস্তান্তর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
- বেআইনি নিয়োগের অভিযোগ, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে তলব হাইকোর্টে
- নাইসার প্রাক্তন কর্মীর হার্ডডিস্কের তথ্যে কি কারও চাকরি কাড়া যায়, হাইকোর্টের সওয়ালে উঠল প্রশ্ন