জলপাইগুড়ি, 7 এপ্রিল: 'বাংলায় কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলেই তাদের ওপর হামলা করা হয়। সন্দেশখালিতে কী হল পুর দেশ এখন জেনে গিয়েছে।' ধূপগুড়ির সভা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহলের অনুমান, নাম না-করে ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনাতেই তোপ দেগেছেন প্রধানমন্ত্রী।
রবিবারের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, "মা-বোনেদের সঙ্গে কী অত্যাচার হল পুরো দেশ দেখে ফেলেছে। পরিস্থিতি এমনই যে প্রতিটি ঘটনায় আদালতকে হস্তক্ষেপ করতে হয়। সন্দেশখালির অপরাধীদের কঠোর সাজা হওয়া উচিত তো ? ওদের জীবন জেলেই কাটা উচিত তো ? রেশন, শিক্ষক দুর্নীতিকারীদের সাজা পাওয়া উচিত তো ?"
এদিন প্রধানমন্ত্রী মোদি সরাসরি রাজ্যের শাসকদলকে নিশানা করে বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এলে হামলা করো তাদের ওপর। বাংলার ভূমি থেকে গ্যারান্টি দিচ্ছি, ইডি যে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, সেই তিন হাজার কোটি টাকা আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষক নিয়োগে টাকা দিয়েছে। তৃণমূল-বাম-কংগ্রস একে ওপরের দুর্নীতি রুখতে ইন্ডি জোট করেছে। আমি বলছি, দুর্নীতি হটাও, দুর্নীতি বাঁচাও। আমি গ্যারান্টি দিচ্ছি 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ হবে।"