পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বাংলায় কেন্দ্রীয় এজেন্সি এলেই আক্রমণ হয়', ধূপগুড়ি থেকে দাবি মোদির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ধূপগুড়ির সভা থেকে ফের একবার রাজ্যের শাসকদলকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ একই সঙ্গে, এজেন্সির উপর আঘাত নিয়েও প্রশ্ন তুলেছেন মোদি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 4:48 PM IST

Updated : Apr 7, 2024, 5:38 PM IST

জলপাইগুড়ি, 7 এপ্রিল: 'বাংলায় কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলেই তাদের ওপর হামলা করা হয়। সন্দেশখালিতে কী হল পুর দেশ এখন জেনে গিয়েছে।' ধূপগুড়ির সভা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহলের অনুমান, নাম না-করে ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনাতেই তোপ দেগেছেন প্রধানমন্ত্রী।

রবিবারের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, "মা-বোনেদের সঙ্গে কী অত্যাচার হল পুরো দেশ দেখে ফেলেছে। পরিস্থিতি এমনই যে প্রতিটি ঘটনায় আদালতকে হস্তক্ষেপ করতে হয়। সন্দেশখালির অপরাধীদের কঠোর সাজা হওয়া উচিত তো ? ওদের জীবন জেলেই কাটা উচিত তো ? রেশন, শিক্ষক দুর্নীতিকারীদের সাজা পাওয়া উচিত তো ?"

এদিন প্রধানমন্ত্রী মোদি সরাসরি রাজ্যের শাসকদলকে নিশানা করে বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এলে হামলা করো তাদের ওপর। বাংলার ভূমি থেকে গ্যারান্টি দিচ্ছি, ইডি যে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, সেই তিন হাজার কোটি টাকা আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষক নিয়োগে টাকা দিয়েছে। তৃণমূল-বাম-কংগ্রস একে ওপরের দুর্নীতি রুখতে ইন্ডি জোট করেছে। আমি বলছি, দুর্নীতি হটাও, দুর্নীতি বাঁচাও। আমি গ্যারান্টি দিচ্ছি 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ হবে।"

এর সঙ্গেই মোদি বলেন, "এদিনের ময়দান ছোট হয়ে গিয়েছে। আপানারা আমাকে দেখতে পাচ্ছেন না। এত বিরাট দৃশ্য। আশীর্বাদ আপনাদের। বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে সাত দিন 24 ঘণ্টা কাজ করি। 24 ঘন্টা সাত দিন আমাদের সবার সংকল্প। আমার বিশ্বাস আমরা সবাই মিলে বিকশিত ভারত নিশ্চয়ই করব। আগে বিদ্যুৎ থেকে শুরু করে গ্যাস কানেকশন ছিল না। সমস্যা হচ্ছিল। আপনি আমাদের আশীর্বাদ দিয়েছেন আর আমি হাল বদলানোর চেষ্টা করছি। 2019 সালে বিজেপি সরকার হওয়ার পর মহিলা আদিবাসী রাস্ট্রপতি মিলেছে। মুক্ত রেশন দেওয়া হল। এসটি এসসি পরিবারকে প্রথম বার টয়লেট, বিদ্যুৎ, জল, গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে আদিবাসী মন্ত্রকের বাজেট বেড়েছে।"

আরও পড়ুন

'বিজেপির চাপানো বেকারত্বই এবার ভোটের সবচেয়ে বড় ইস্যু', মোদিকে বিঁধলেন খাড়গে

ভূপতিনগরে এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মমতার

Last Updated : Apr 7, 2024, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details