কলকাতা, 3 অক্টোবর: মহালয়ার আগে থেকে বৃষ্টি চলছে বাংলায় ৷ উত্তর থেকে দক্ষিণ ছবিটা এক ৷ কিন্তু এবার পুজোয় বরুণদেব কি বঙ্গে ভর করবেন ? তবে নিম্নচাপ ক্ষেত্র যে তৈরি হয়েছে তা জানিয়ে দিল আবহাওয়া দফতর ৷ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ? তা দেখে নিন ।
দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং তার আশপাশ অঞ্চলের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত । এই ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর আন্দামান সাগর অতিক্রম করেছে । চক্রবৎ ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং বঙ্গের পূর্ব উপকূলের ওপর রয়েছে । এর প্রভাবে যে নিম্নচাপ ক্ষেত্রটি তৈরি হয়েছে তা 4 অক্টোবর, শুক্রবার উত্তর বঙ্গোপসাগর উপকূল এবং তার আশপাশের অঞ্চলে অবস্থান করবে ।
আবহাওয়া দফতর কী জানাল ? (ইটিভি ভারত) এর প্রভাবেই আজ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ 4 অক্টোবর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসম ভবন 3 থেকে 10 অক্টোবর পর্যন্ত যে পূর্বাভাস দিয়েছে তাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে পুজোয় থাকছে বৃষ্টির ভ্রুকুটি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে। তাই বৃষ্টি ফের বঙ্গের আবহে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল মেঘলা। দুপুর থেকে বৃষ্টি টানা হয়ে চলেছে। তবে ঝমঝমিয়ে নয়, কখনও হালকা কখনও মাঝারি । বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32. 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রির নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 69 শতাংশ। বৃষ্টি হয়েছে গত 24 ঘণ্টায় 16.5 মিলিমিটার ৷