কলকাতা, 4 অগস্ট: কেন প্রতিটি নির্বাচনে খালি হাতে ফিরতে হচ্ছে সিপিএমকে? কেন ভোট বাক্সে মানুষের সমর্থন দেখা যাচ্ছে না ? এই সব প্রশ্ন যখন পশ্চিমবঙ্গের বাম নেতাদের ভাবাচ্ছে ঠিত তখনই কিছু শুভানুধ্যায়ী এবং সমালোচকরা 'আয়না' দেখালেন বিমান বসু থেকে শুরু করে মহম্মদ সেলিমদের ৷ কীভাবে দলের ' আচ্ছে দিন' ফিরতে পারে তা সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হয়েছিল ৷ তারই উত্তরে সিপিএমের নেতা-কর্মীদের বিরুদ্ধে 'দলবাজি', 'এলিট সুলভ আচরণ' ও 'দম্ভ নিয়ে চলার' মতো অভিযোগ উঠেছে ৷ এই মর্মে রাজ্য দফতরে পাঁচ হাজারেরও বেশি ইমেল এসেছে ৷
নিজেদের বক্তব্য তুলে ধরতে গিয়ে কটাক্ষ ও ক্ষোভ উগরে দিয়েছেন অধিকাংশ পরামর্শদাতাই ৷ সেখানে লেখা হয়েছে, "শূন্যের গেরো কাটাতে পারছে না ৷ অথচ, দলবাজিও ছাড়ছে না ৷ এমনকী বহু নেতা-কর্মীদের মধ্যে এলিট সুলভ আচরণ রয়ে গিয়েছে ৷ যা সাধারণ মানুষের থেকে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে ৷"
উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচন, 2023 সালের পঞ্চায়েত ও সদ্য সমাপ্ত 2024 লোকসভা নির্বাচন ৷ সব জায়গায় কার্যত খালি হাতে ফিরতে হয়েছে বঙ্গ সিপিএম-কে ৷ ধারাবাহিকভাবে ভোট-বিপর্যয় কাটিয়ে উঠতে পারছেন না বিমান বসু, মহম্মদ সেলিমেরা ৷ অথচ, এবারের লোকসভা নির্বাচনে একাধিক তরুণ মুখকে ভোটের ময়দানে নামিয়েছিল সিপিম ৷ ভারসাম্য বজায় রাখতে বাজি ধরা হয়েছিল প্রবীণদের নিয়েও ৷ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও প্রার্থী হয়েছিলেন বিগত লোকসভা নির্বাচনে ৷