পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গ থেকে ক্রমশ দূরে সরেছে নিম্নচাপ, বৃষ্টি কি থামবে ? - BENGAL WEATHER UPDATE - BENGAL WEATHER UPDATE

IMD Weather Report in West Bengal: আগামী 12 ঘণ্টায় যা গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। তারপর আগামী 24 ঘণ্টায় সেটি আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ অতিক্রম করবে ৷ ফলে বঙ্গ উপকূলের সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়ছে ৷ বিশ্বকর্মা পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া ?

IMD Weather Report in West Bengal:
বঙ্গে থেকে দূরে সরেছে নিম্নচাপ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 8:45 AM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর:গভীর নিম্নচাপটি ক্রমশ বঙ্গ থেকে দূরে সরছে ৷ ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ৷ তবে রাজ্য বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপর যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ৷ নিম্নচাপটি এখন ঝাড়খণ্ডের ওপর 23.3 উত্তর অক্ষাংশ এবং 85.2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থান করছে ৷ যা পশ্চিম রাঁচির কাছাকাছি ৷ ডালটনগঞ্জের 140 কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৷ ছত্রিশগড়ের অম্বিকাপুর থেকে 200 কিলোমিটার পূর্বে এবং উত্তরপ্রদেশের চূর্ক থেকে 260 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে । এরপর ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷

আগামী 12 ঘণ্টায় যা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। তারপর আগামী 24 ঘণ্টায় দূর্বল নিম্নচাপটি আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ অতিক্রম করবে ৷ ফলে বঙ্গ উপকূলের সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়ছে ৷ এই কারণে 17 সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুধু আজ নয়, সপ্তাহজুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সর্বত্র চলবে ৷ উত্তরবঙ্গে অবশ্য চলতি সপ্তাহে সর্বত্র বৃষ্টি হবে না। তবে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ ইতিমধ্যে দক্ষিণবঙ্গে গত চারদিনের বৃষ্টি পরিস্থিতিতে নদীতে জলস্তর বেড়েছে ৷ টানা বৃষ্টিতে ফুল এবং সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে লেগেছে । তবে নিম্নচাপ ক্রমশ দূরত্ব বাড়ানোয় বৃষ্টি পরিস্থিতি থেকে আপাতত রেহাই মিলতে চলেছে ৷

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.7 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 91 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 37 মিলিমিটার।

ABOUT THE AUTHOR

...view details