আসানসোল, 29 ডিসেম্বর: দূরপাল্লার বাস আটকে যাত্রীদের হয়রানি করার অভিযোগ উঠল মোটর ভেহিক্যাল বিভাগের আধিকারিকদের বিরুদ্ধে । 19 নম্বর জাতীয় সড়কে কুলটির রামপুর চেকপোস্টের ঘটনা । অভিযোগ, রাঁচি থেকে আসানসোলগামী ওই বাসের নথিপত্র খতিয়ে দেখার নামে চালক ও খালাসিকে মারধর করে ঘণ্টাখানেক ধরে বাস আটকে রেখে যাত্রীদের হেনস্থা করা হয় । শেষে যাত্রীরা বিক্ষোভ দেখালে আধিকারিকরা বাস ছাড়তে বাধ্য হন ।
জানা গিয়েছে, রবিবার বিকেলে রাঁচি থেকে একটি বাস আসানসোলের দিকে আসছিল । 19 নম্বর জাতীয় সড়ক ধরে আসার পথে বাংলা-ঝাড়খণ্ড সীমা ডুবুরডিহি চেকপোস্ট পেরনোর পর রামপুর এমভিআই চেকপোস্টের কাছে যানজট ছিল । সেই যানজটকে পাশ কাটিয়ে এগোনোর সময় হঠাৎই মোটর ভেহিক্যাল ডিপার্টমেন্টের আধিকারিকরা বাসটিকে আটকে দেন ।
অভিযোগ, ওই দূরপাল্লার বাসটিকে আটকে চালক ও খালাসিকে মারধর করা হয় । পাশাপাশি তাঁদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। বাসের নথি পরীক্ষার নামে এক ঘণ্টার বেশি সময় ধরে বাসটিকে আটকে রেখে যাত্রীদের হয়রানি করা হয়। বারবার অনুরোধেও ফল মেলেনি । উপরন্তু বাসটিকে ঘুরপথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ । তখনই যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন । খানিকক্ষণ পরে বাসটি ছেড়ে দেওয়া হয় ।
এরপর আসানসোল সিটি বাসস্ট্যান্ডে বাসটি পৌঁছলে যাত্রীরা ও বাসের চালক নিজেদের ক্ষোভের কথা জানান । আসানসোল সিটি বাসস্ট্যান্ডে পৌঁছন তৃণমূল মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি রাজু আলুওয়ালিয়া ৷ তিনি জানান, যাত্রীদের হেনস্তা করা হয়েছে । যদি বাসের কাগজপত্র কিছু ভুল থাকতো, তাহলে তা পরীক্ষা করে আধিকারিকরা আইনি ব্যবস্থা নিতে পারতেন । কিন্তু দীর্ঘক্ষণ ধরে যাত্রীদের হেনস্থা করার কোনও অধিকার নেই ।