ETV Bharat / sports

প্রথমবার প্রো-কবাডি চ্যাম্পিয়ন হরিয়ানা, গুরু-শিষ্যের কান্নায় ভিজল ম্যাট - PKL 11 FINAL

'আসলি পাঙ্গা' নিয়ে শেষ হাসি হরিয়ানা স্টিলার্সের ৷ প্রো-কবাডি সিজন 11-এর ট্রফিতে প্রথমবারের জন্য নাম উঠল মানপ্রীত সিংয়ের ছেলেদের ৷

PKL 11 FINAL
Etv Bharat (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 29, 2024, 10:21 PM IST

পুনে, 29 ডিসেম্বর: হক সে হরিয়ানভি ! একথাটাই বোধহয় পুনের শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে বোঝালেন কোচ মানপ্রীত সিংয়ের ছেলেরা ৷ রবিবার প্রো-কবাডির সিজন 11-এর খেতাব জয় করল হরিয়ানা স্টিলার্স ৷

সেইসঙ্গে গত চারবার ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়ার ধারাপাত বাধা পড়ল মানপ্রীত সিংয়ের ৷ পাটনা পাইরেটসকে 9 পয়েন্টে হারিয়ে কোচ 'সিং সাহাব'কে কাঁধে তুলে নাচালেন অধিনায়ক মহম্মদ রেজা শাদুলু ৷

PKL 11 FINAL
প্রো-কবাডি সিজন 11-এর ফাইনালে পাটনা পাইরেটসের রেডার আয়ান (ইটিভি ভারত)

পুনের শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে রবি সন্ধ্য়ায় প্যারা জ্যাভলার তথা 2024 প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী নবদীপ সিং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৷ দু'দলের সঙ্গে জাতীয় সংগীতেও অংশ নেন তিনি ৷ 137টি ম্যাচ খেলে এদিন সিজন 11 এর সেরা হয় হরিয়ানা ৷ ইরানের মহম্মদ রেজা শাদুলু তথা দলের অধিনায়ক এদিন হাই-ফাই (ডিফেন্সে 5টি পয়েন্ট) পূরণ করেন ৷

PKL 11 FINAL
প্রো-কবাডি সিজন 11-এর ফাইনালে পাটনার সুধাকর রেডিং করছেন (ইটিভি ভারত)

পাশাপাশি দলের জয়দ্বীপ, রাহুল, বিনয়, শিবম পাঠারে রেডিংয়ে পয়েন্ট আনেন ৷ খেলা শুরুর প্রথম থেকে এক-দু পয়েন্ট করে পাটনাকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে হরিয়ানা ৷ ট্যাকেল, রেডিং দুই বিভাগে আজ মানপ্রীতের ছেলেরা কামাল করেছেন ৷ প্রতি মুহূর্তে মেনে চলেছেন গুরুর আদেশ ৷

PKL 11 FINAL
প্রো-কবাডি সিজন 11-এর ফাইনালে হরিয়ানার বিনয় রেডিংয়ে (ইটিভি ভারত)

প্রথম থেকে দু-তিন পয়েন্টের ফারাক থাকলেও হাফ টাইমে ম্যাচের ফল ছিল 12-15 (পাটনা-হরিয়ানা) ৷ পরবর্তী হাফ খেলা শুরু হওয়ার পর যত সময় গড়িয়েছে, পাটনার রেডারদের নিজেদের ডিফেন্সে আটকে রেখেছে গতবারের রানার্স দল ৷ দু'দলই ডু-অর-ডাই রেডে খেলতে চাইলেও কখনও সুপার ট্যাকেল, কখনও বোনাস, কখনও রানিং হ্যান্ড টাচ, তো কখনও আবার অ্যাঙ্কেল হোল্ড ও থাই হোল্ডে পয়েন্ট নিয়েছে মহম্মদ রেজার দল ৷

অন্যদিকে, খেলার শুরুর দিকটা পাটনা পাইরেটসের রেডার আয়ান ও বিনয় তেওয়াতিয়া পয়েন্ট পেলেও পরে হরিয়ানার ডিফেন্সের কাছে বারবার ধরা পড়েছেন তাঁরা ৷

চলতি সিজনে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে নিজেদের এগিয়ে রেখেছে হরিয়ানা ৷ 13 বার জিতেছে পাটনা ও 16 বার ম্যাচ নিজেদের ডেরায় নিয়েছে ব্লু-জার্সিধারীরা ৷ গতবার (প্রো-কবাডি সিজন 10) ফাইনালে পৌঁছেও পুনেরি পল্টনের কাছে খেতাব হাতছাড়া হয় মানপ্রীতের দলের ৷

এপ্রসঙ্গে অবশ্যই বলা দরকার দলের থেকেও বেশি আজ মানপ্রীত সিংয়ের দিন ৷ গতবার যখন ট্রফির স্বপ্নভঙ্গ হয়েছিল তখন দু'চোখ তাঁর জলে ভরে ওঠে ৷ এবারও পরিস্থিতি একই ৷ তবে, আজকের পুনের স্টেডিয়ামের কান্না সিং সাহাবের আনন্দের ৷ এদিন শরীর অসুস্থ নিয়ে তিনি তাঁর চেনা মেজাজে ধরা না-দিলেও বারবার টাইম আউট নিয়ে দলকে নির্দেশ দিয়ে গিয়েছেন ৷ এর আগে 3বার ফাইনালে উঠেছে তাঁর দল ৷ তবে সিজন 11 তাঁকে কোচ হিসাবে প্রো-কবাডির ট্রফি হাতে দিল ৷ পাশাপাশি কোচ হিসাবে তিনি এই প্রথমবার সফল হলেও, কবাডি প্লেয়ার অর্থাৎ অধিনায়ক হিসাবে তিনি দলকে ট্রফি দিয়েছেন ৷

পুনে, 29 ডিসেম্বর: হক সে হরিয়ানভি ! একথাটাই বোধহয় পুনের শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে বোঝালেন কোচ মানপ্রীত সিংয়ের ছেলেরা ৷ রবিবার প্রো-কবাডির সিজন 11-এর খেতাব জয় করল হরিয়ানা স্টিলার্স ৷

সেইসঙ্গে গত চারবার ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়ার ধারাপাত বাধা পড়ল মানপ্রীত সিংয়ের ৷ পাটনা পাইরেটসকে 9 পয়েন্টে হারিয়ে কোচ 'সিং সাহাব'কে কাঁধে তুলে নাচালেন অধিনায়ক মহম্মদ রেজা শাদুলু ৷

PKL 11 FINAL
প্রো-কবাডি সিজন 11-এর ফাইনালে পাটনা পাইরেটসের রেডার আয়ান (ইটিভি ভারত)

পুনের শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে রবি সন্ধ্য়ায় প্যারা জ্যাভলার তথা 2024 প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী নবদীপ সিং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৷ দু'দলের সঙ্গে জাতীয় সংগীতেও অংশ নেন তিনি ৷ 137টি ম্যাচ খেলে এদিন সিজন 11 এর সেরা হয় হরিয়ানা ৷ ইরানের মহম্মদ রেজা শাদুলু তথা দলের অধিনায়ক এদিন হাই-ফাই (ডিফেন্সে 5টি পয়েন্ট) পূরণ করেন ৷

PKL 11 FINAL
প্রো-কবাডি সিজন 11-এর ফাইনালে পাটনার সুধাকর রেডিং করছেন (ইটিভি ভারত)

পাশাপাশি দলের জয়দ্বীপ, রাহুল, বিনয়, শিবম পাঠারে রেডিংয়ে পয়েন্ট আনেন ৷ খেলা শুরুর প্রথম থেকে এক-দু পয়েন্ট করে পাটনাকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে হরিয়ানা ৷ ট্যাকেল, রেডিং দুই বিভাগে আজ মানপ্রীতের ছেলেরা কামাল করেছেন ৷ প্রতি মুহূর্তে মেনে চলেছেন গুরুর আদেশ ৷

PKL 11 FINAL
প্রো-কবাডি সিজন 11-এর ফাইনালে হরিয়ানার বিনয় রেডিংয়ে (ইটিভি ভারত)

প্রথম থেকে দু-তিন পয়েন্টের ফারাক থাকলেও হাফ টাইমে ম্যাচের ফল ছিল 12-15 (পাটনা-হরিয়ানা) ৷ পরবর্তী হাফ খেলা শুরু হওয়ার পর যত সময় গড়িয়েছে, পাটনার রেডারদের নিজেদের ডিফেন্সে আটকে রেখেছে গতবারের রানার্স দল ৷ দু'দলই ডু-অর-ডাই রেডে খেলতে চাইলেও কখনও সুপার ট্যাকেল, কখনও বোনাস, কখনও রানিং হ্যান্ড টাচ, তো কখনও আবার অ্যাঙ্কেল হোল্ড ও থাই হোল্ডে পয়েন্ট নিয়েছে মহম্মদ রেজার দল ৷

অন্যদিকে, খেলার শুরুর দিকটা পাটনা পাইরেটসের রেডার আয়ান ও বিনয় তেওয়াতিয়া পয়েন্ট পেলেও পরে হরিয়ানার ডিফেন্সের কাছে বারবার ধরা পড়েছেন তাঁরা ৷

চলতি সিজনে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে নিজেদের এগিয়ে রেখেছে হরিয়ানা ৷ 13 বার জিতেছে পাটনা ও 16 বার ম্যাচ নিজেদের ডেরায় নিয়েছে ব্লু-জার্সিধারীরা ৷ গতবার (প্রো-কবাডি সিজন 10) ফাইনালে পৌঁছেও পুনেরি পল্টনের কাছে খেতাব হাতছাড়া হয় মানপ্রীতের দলের ৷

এপ্রসঙ্গে অবশ্যই বলা দরকার দলের থেকেও বেশি আজ মানপ্রীত সিংয়ের দিন ৷ গতবার যখন ট্রফির স্বপ্নভঙ্গ হয়েছিল তখন দু'চোখ তাঁর জলে ভরে ওঠে ৷ এবারও পরিস্থিতি একই ৷ তবে, আজকের পুনের স্টেডিয়ামের কান্না সিং সাহাবের আনন্দের ৷ এদিন শরীর অসুস্থ নিয়ে তিনি তাঁর চেনা মেজাজে ধরা না-দিলেও বারবার টাইম আউট নিয়ে দলকে নির্দেশ দিয়ে গিয়েছেন ৷ এর আগে 3বার ফাইনালে উঠেছে তাঁর দল ৷ তবে সিজন 11 তাঁকে কোচ হিসাবে প্রো-কবাডির ট্রফি হাতে দিল ৷ পাশাপাশি কোচ হিসাবে তিনি এই প্রথমবার সফল হলেও, কবাডি প্লেয়ার অর্থাৎ অধিনায়ক হিসাবে তিনি দলকে ট্রফি দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.