ETV Bharat / sports

ক্লেইটনকে ওভাবে অর্শদীপ লাথি মারল ! শিউড়ে উঠেছিলাম - ISL REFEREEING

‘‘এমন সিদ্ধান্ত ফুটবলের জন্য ক্ষতিকারক ।’’ মাঠ ও মাঠের বাইরে অর্শদীপ সিংয়ের কড়া শাস্তি প্রাপ্ত ছিল বলে দাবি করেছেন প্রাক্তনীরা ।

Former Footballer Bhaskar Ganguly Slams AIFF over ISL refereeing
অর্শদীপ সিংয়ের কড়া শাস্তি প্রাপ্ত ছিল বলে দাবি করেছেন প্রাক্তনীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 29, 2024, 10:07 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: হায়দরাবাদ এফসি ম্যাচে ক্লেইটন সিলভার পেটে গোলরক্ষক অর্শদীপ সিংয়ের লাথির ঘটনায় উত্তাল ভারতীয় ফুটবল । খেলা শেষের পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডগলাস ডি’সিলভা এবং শিল্টন পাল । প্রথম জন ব্রাজিলিয়ান, লাল-হলুদ জার্সি পরে মাঝমাঠে খেলেছেন । শিল্টন পাল সবুজ-মেরুন জার্সি পড়ে গোলরক্ষকের ভূমিকা এবং নেতৃত্বর ব্যাটন সামলেছেন । দু’জনেই অর্শদীপ এবং ক্লেইটন সিলভার সংঘর্ষ ও পরবর্তীতে রেফারির নিষ্ক্রিয় কর্মকাণ্ডে সরব । মাঠ ও মাঠের বাইরে অর্শদীপ সিংয়ের কড়া শাস্তি প্রাপ্ত ছিল বলে দাবি করেছেন ।

এবার এই দুই প্রাক্তনের সুরে সুর মেলালেন ভাস্কর গঙ্গোপাধ্যায় । ইস্টবেঙ্গলের হয়ে সরকারিভাবে সওয়াল করেছেন লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক । ভাস্কর বলেন, “ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই । আইএসএলে নিম্নমানের রেফারিং নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা কানে আসছিল । শুনেছিলাম প্রায় প্রতি ম্যাচেই রেফারির ভুল সিদ্ধান্তে ডুবছে ইস্টবেঙ্গল । রেফারিংয়ের মান কি সত্যিই তলানিতে ? শনিবার টিভির পর্দায় ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ ম্যাচ দেখে বলতে বাধ্য হচ্ছি, পাড়ার ফুটবলেও এমন খারাপ রেফারিং হয় না । বিশেষ করে হায়দরাবাদ গোলরক্ষক নিজেদের বক্সে যেভাবে সিলভাকে ফাউল করলেন তা দেখে শিউরে উঠেছি । বরাতজোরে বড় দুর্ঘটনা ঘটেনি । তার চেয়েও বিস্মিত রেফারির ভূমিকায় । হায়দরাবাদ গোলরক্ষককে লাল কার্ড দেখানোর বদলে নিশ্চুপ রইলেন তিনি । এমন সিদ্ধান্ত ফুটবলের জন্য ক্ষতিকারক ।’’

Former Footballer Bhaskar Ganguly Slams AIFF over ISL refereeing
ক্লেইটন সিলভার পেটে গোলরক্ষক অর্শদীপ সিংয়ের লাথির ঘটনায় উত্তাল ভারতীয় ফুটবল (ইটিভি ভারত)

তিনি বলেন, ‘‘সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে নিজে প্রাক্তন গোলরক্ষক । আমার অনুরোধ, উদ্যোগী হয়ে এবার পদক্ষেপ নিক ফেডারেশন । না-হলে অচিরেই অন্ধকারে তলিয়ে যাবে ভারতীয় ফুটবল । তার দায় বর্তাবে ফেডারেশনের উপর । ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের কাছে আমার অনুরোধ, অবিলম্বে কড়া পদক্ষেপ নিন তাঁরা । প্রয়োজনে এএফসি আর ফিফার কাছে ভিডিয়ো ফুটেজ পাঠানো হোক । প্রাক্তন ফুটবলারদের পাশে নিয়ে প্রবল আন্দোলন শুরুর সময় হয়েছে । এভাবে ফুটবল চলতে পারে না । বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে না-পারলে সমূহ বিপদ ।”

1982 এশিয়াডে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন ভাস্কর । সেইসময় ভারতীয় দল নিয়মিত বিশ্বের সেরা ফুটবল খেলিয়ে দেশের বিরুদ্ধে লড়াই করত চোখে চোখ রেখে । এশিয়ান গেমসে পদকের স্বপ্ন দেখত । ভাস্করের মতে, এখন শুধুই শূন্যতা । প্রচারের ঢঙ্কা নিনাদে সমস্ত ব্যর্থতা, দৈন্যদশা লুকোনোর চেষ্টা চলছে । “শুধু রেফারিং নয়, ফুটবল পরিকাঠামো ধ্বংসের পথে । চলতি সন্তোষ ট্রফিতে সিনিয়র প্লেয়াররা নেই, একদিনের ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে সব দলকে । কোনওরকমে টুর্নামেন্ট শেষ করতে পারলে হাঁফ ছেড়ে বাঁচে ফেডারেশন । নেই ব্র্যান্ডিং, বিপণন । প্রায় ফাঁকা গ্যালারির সামনে সেমি-ফাইনাল ম্যাচ খেলল বাংলা । ভারতীয় ফুটবলের জন্য যা অশনি সঙ্কেত । ফুটবলের নামে প্রহসন বন্ধ হোক,” আক্ষেপ-ক্ষোভ মিলেমিশে ভাস্কর গঙ্গোপাধ্যায়ে গলায় ।

আরও পড়ুন

কলকাতা, 29 ডিসেম্বর: হায়দরাবাদ এফসি ম্যাচে ক্লেইটন সিলভার পেটে গোলরক্ষক অর্শদীপ সিংয়ের লাথির ঘটনায় উত্তাল ভারতীয় ফুটবল । খেলা শেষের পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডগলাস ডি’সিলভা এবং শিল্টন পাল । প্রথম জন ব্রাজিলিয়ান, লাল-হলুদ জার্সি পরে মাঝমাঠে খেলেছেন । শিল্টন পাল সবুজ-মেরুন জার্সি পড়ে গোলরক্ষকের ভূমিকা এবং নেতৃত্বর ব্যাটন সামলেছেন । দু’জনেই অর্শদীপ এবং ক্লেইটন সিলভার সংঘর্ষ ও পরবর্তীতে রেফারির নিষ্ক্রিয় কর্মকাণ্ডে সরব । মাঠ ও মাঠের বাইরে অর্শদীপ সিংয়ের কড়া শাস্তি প্রাপ্ত ছিল বলে দাবি করেছেন ।

এবার এই দুই প্রাক্তনের সুরে সুর মেলালেন ভাস্কর গঙ্গোপাধ্যায় । ইস্টবেঙ্গলের হয়ে সরকারিভাবে সওয়াল করেছেন লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক । ভাস্কর বলেন, “ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই । আইএসএলে নিম্নমানের রেফারিং নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা কানে আসছিল । শুনেছিলাম প্রায় প্রতি ম্যাচেই রেফারির ভুল সিদ্ধান্তে ডুবছে ইস্টবেঙ্গল । রেফারিংয়ের মান কি সত্যিই তলানিতে ? শনিবার টিভির পর্দায় ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ ম্যাচ দেখে বলতে বাধ্য হচ্ছি, পাড়ার ফুটবলেও এমন খারাপ রেফারিং হয় না । বিশেষ করে হায়দরাবাদ গোলরক্ষক নিজেদের বক্সে যেভাবে সিলভাকে ফাউল করলেন তা দেখে শিউরে উঠেছি । বরাতজোরে বড় দুর্ঘটনা ঘটেনি । তার চেয়েও বিস্মিত রেফারির ভূমিকায় । হায়দরাবাদ গোলরক্ষককে লাল কার্ড দেখানোর বদলে নিশ্চুপ রইলেন তিনি । এমন সিদ্ধান্ত ফুটবলের জন্য ক্ষতিকারক ।’’

Former Footballer Bhaskar Ganguly Slams AIFF over ISL refereeing
ক্লেইটন সিলভার পেটে গোলরক্ষক অর্শদীপ সিংয়ের লাথির ঘটনায় উত্তাল ভারতীয় ফুটবল (ইটিভি ভারত)

তিনি বলেন, ‘‘সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে নিজে প্রাক্তন গোলরক্ষক । আমার অনুরোধ, উদ্যোগী হয়ে এবার পদক্ষেপ নিক ফেডারেশন । না-হলে অচিরেই অন্ধকারে তলিয়ে যাবে ভারতীয় ফুটবল । তার দায় বর্তাবে ফেডারেশনের উপর । ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের কাছে আমার অনুরোধ, অবিলম্বে কড়া পদক্ষেপ নিন তাঁরা । প্রয়োজনে এএফসি আর ফিফার কাছে ভিডিয়ো ফুটেজ পাঠানো হোক । প্রাক্তন ফুটবলারদের পাশে নিয়ে প্রবল আন্দোলন শুরুর সময় হয়েছে । এভাবে ফুটবল চলতে পারে না । বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে না-পারলে সমূহ বিপদ ।”

1982 এশিয়াডে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন ভাস্কর । সেইসময় ভারতীয় দল নিয়মিত বিশ্বের সেরা ফুটবল খেলিয়ে দেশের বিরুদ্ধে লড়াই করত চোখে চোখ রেখে । এশিয়ান গেমসে পদকের স্বপ্ন দেখত । ভাস্করের মতে, এখন শুধুই শূন্যতা । প্রচারের ঢঙ্কা নিনাদে সমস্ত ব্যর্থতা, দৈন্যদশা লুকোনোর চেষ্টা চলছে । “শুধু রেফারিং নয়, ফুটবল পরিকাঠামো ধ্বংসের পথে । চলতি সন্তোষ ট্রফিতে সিনিয়র প্লেয়াররা নেই, একদিনের ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে সব দলকে । কোনওরকমে টুর্নামেন্ট শেষ করতে পারলে হাঁফ ছেড়ে বাঁচে ফেডারেশন । নেই ব্র্যান্ডিং, বিপণন । প্রায় ফাঁকা গ্যালারির সামনে সেমি-ফাইনাল ম্যাচ খেলল বাংলা । ভারতীয় ফুটবলের জন্য যা অশনি সঙ্কেত । ফুটবলের নামে প্রহসন বন্ধ হোক,” আক্ষেপ-ক্ষোভ মিলেমিশে ভাস্কর গঙ্গোপাধ্যায়ে গলায় ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.