কলকাতা, 23 ফেব্রুয়ারি: বসন্তে এলেও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ । ভরা ফাল্গুনেও ভিজবে শহর থেকে শহরতলি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা। বসন্তের হঠাৎ বৃষ্টিতে অফিস ফেরত মানুষজন বেকায়দায় পড়েন । শুধু কলকাতা নয় বৃষ্টি হয়েছে হাওড়া এবং দুই 24 পরগনাতেও । আগামিকাল, 24 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "23 তারিখ উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে তার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল 24 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ছাড়া অন্যান্য জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে । বিশেষত 25 এবং 26 ফেব্রুয়ারি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।"
এছাড়াও পশ্চিমে জেলাগুলোতে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে । আগামিকাল 24 ফেব্রুয়ারি কলকাতা ও আশেপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ কলকাতায় আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে ৷