আলিপুরদুয়ার, 10 জুন: উচ্চমাধ্যমিকে প্রথম, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সপ্তম । আলিপুরদুয়ারের সেই অভীক দাসের লক্ষ্য মহাকাশ গবেষণা । উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করে অভীক ৷ এবার জয়েন্ট পরীক্ষাতেও জায়গা করে নিয়েছেন ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শাখার এই ছাত্র ৷ ইতিমধ্যেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অ্যাস্ট্রোফিজিক্স বিভাগে ভর্তির প্রক্রিয়া শেষ করে ফেলেছেন তিনি ৷ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্যের পরই এই বিষয়ে তিনি আরও আত্মবিশ্বাসী বোধ করছেন ।
এই প্রসঙ্গে অভীক জানান, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও তিনি সর্বভারতীয় পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট), জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন মেন এবং জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন অ্যাডভান্সড-এও ভালো ফলাফল করেছেন । জেইই মেন-এ তিনি 99.98 শতাংশ এবং নিটে 720-এর মধ্যে 705 নম্বর পেয়েছেন ।