সাগর, 28 এপ্রিল: এযুগেও যোগাযোগের ভরসা জল পরিবহণ ৷ এদিকে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ দক্ষিণ 24 পরগনার সাগরে আসেন ৷ কখনও তীর্থ করতে, তো কখনও নিছক ভ্রমণের টানে ৷ তবে মুড়িগঙ্গায় ক্রমবর্ধমান পলি সাগরে জলপরিবহণের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৷ ভাটার সময় সাগরদ্বীপে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয় ৷ তাই মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সাগরদ্বীপ ও কাকদ্বীপকে সংযোগকারী একটি সেতু তৈরি হোক ৷
এই ব্রিজ তৈরি হলে সাগর সঙ্গমে পৌঁছনো অনেকটাই সহজ হবে ৷ দীর্ঘদিন এই মুড়িগঙ্গা সেতুর লক্ষ্যে রাজ্য সরকার কেন্দ্রের মুখাপেক্ষী ছিল ৷ কেন্দ্রের দিক থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় গত বাজেট অধিবেশনে এই সেতু তৈরির কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ তবে এই মুহূর্তে এই প্রকল্পের কাজ করা যাচ্ছে না ৷ লোকসভা নির্বাচন শেষ হলে দ্রুত এই কাজ শুরু করা হবে, এমনটাই জানাচ্ছেন পূর্ত দফতরের আধিকারিকরা ৷
পূর্ত দফতরের এক আধিকারিকের কথায়, "এই সেতু তৈরি করতে আনুমানিক খরচ 1 হাজার 850 কোটি টাকার মতো ৷ রাজ্য সরকারের পক্ষে একবারে এই অর্থের সংস্থান করা প্রায় অসম্ভব ৷ আর তাই এই অর্থের জন্য রাজ্য সরকার নাবার্ডের সঙ্গে কথা বলেছে ৷ ইতিমধ্যে নাবার্ডের তরফ থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার বিষয়ে সম্মতি পাওয়া গিয়েছে ৷ এখন শুধু অপেক্ষা লিখিত সম্মতিপত্রের ৷ তা হাতে পেলেই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে ৷ রাজ্য সরকার আশাবাদী, লোকসভা নির্বাচনের পরে দ্রুত এই কাজ শুরু করা যাবে ৷" নাবার্ড হল ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ৷
নবান্নের তরফে জানা গিয়েছে, গঙ্গাসাগর সেতু ছাড়া 800 কোটি টাকা খরচ করে ছোট ও মাঝারি কিছু সেতুও সংস্কারের প্রক্রিয়া শুরু হবে ৷ এর জন্যও টাকা বরাদ্দ করা হয়েছে ৷ মোটের উপর লোকসভা নির্বাচন মিটলেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক উন্নয়নের কাজ শুরু হবে বলে পূর্ত দফতর সূত্রে খবর। এর মধ্যে যেমন কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ রাস্তা, সেতু রয়েছে, তেমনই রয়েছে নতুন প্রকল্পও ৷
আরও পড়ুন:
- মুড়িগঙ্গা নদীতে সেতু, দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলায় খুশি সাগরবাসী
- চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, শুরু মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ