পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষাকে 'গৈরিকীকরণ' করার চেষ্টা, বাজেট নিয়ে মত শিক্ষামন্ত্রী ব্রাত্যর - শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Bratya on Budget 2024: অন্তবর্তী বাজেট অধিবেশনে শিক্ষাক্ষেত্রে কোনওরকম অর্থ অনুমোদন না করায় ক্ষোভ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ৷ শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও উৎসাহ নেই বলে মত শিক্ষামন্ত্রীর ৷

Etv Bharat
বাজেট নিয়ে ক্ষোভ শিক্ষামন্ত্রীর

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 11:02 AM IST

বাজেট নিয়ে তোপ শিক্ষামন্ত্রীর

কলকাতা, 2 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেশ হওয়ার বাজেট নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। এই বাজেট ভোটমুখী নাকি জনতামুখী তা নিয়েই উঠছে প্রশ্ন । ফলে কেন্দ্রীয় সরকারের অন্তবর্তী এই বাজেটের জেরে সর্বস্তরে প্রতিবাদ করা দরকার বলেই মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

তাঁর কথায়, "কেন্দ্রীয় সরকারের এই বাজেটে আমার একার প্রতিক্রিয়া কিছু হবে না। সর্বস্তরে এর প্রতিবাদ করতে হবে।" এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থাকে 'গৈরিকীকরণ' করতে চায় বলেই মত শিক্ষামন্ত্রী।

এবারের বাজেটে শিক্ষা খাতে নতুন করে কোনও বিনিয়োগ করতে দেখা যায়নি কেন্দ্রীয় সরকারকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । সেই বিতর্ক আরও একবার উস্কে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তিনি বলেন, "শিক্ষা নিয়ে ওদের কোনও উৎসাহ নেই। ওরা শিক্ষায় একদিকে গৈরিকীকরণ করতে চায়। ওরা বিজ্ঞানমনস্কতাকে আক্রমণ করতে চায়। এক ধরনের ধর্মীয় গোঁড়ামির প্রতিষ্ঠাতা চায় ওরা। শিক্ষার সঙ্গে যুক্ত থাকে যুক্তি, যুক্তির সঙ্গে যুক্ত থাকে বিজ্ঞান, বিজ্ঞানের সঙ্গে যুক্ত থাকে কলা। ফলের এটা সার্বিক ভিশনের ব্যাপার। দুর্ভাগ্যবশত সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের নেই।" এর সঙ্গেই মন্ত্রী বলেন, "একটা মধ্যযুগীয় জায়গা থেকে শিক্ষাকে দেখা হচ্ছে। সর্বস্তরে এর প্রতিবাদ করতে হবে ।"

প্রসঙ্গত, কেন্দ্র সরকারের নতুন এই বাজেটের ক্ষুদ্ধ আমজনতাও। শিক্ষা খাতেই কোনরকম ব্যয় না করায় ক্ষোভ আমজনতার ৷ অনেকের মতে এই বাজেট শুধুমাত্র সমাজের উচ্চস্তরের মানুষের জন্য। এতে মধ্যবিত্তের কোনও লাভ হয়নি। কিন্তু এই বাজেট কার্যতর চার মাসের জন্য। লোকসভার ভোটের পর ফের নতুন বাজেট ঘোষণা করবে সরকার। তখন কোনও চমক আসবে কি? সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details