পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাল্লিতে ভয়াবহ ধস! অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়িচালক ও যাত্রী, ভয়াবহ ভিডিয়ো - Kalimpong Landslide - KALIMPONG LANDSLIDE

Landslide in Melli Kalimpong: বৃষ্টির জেরে জেলায় জেলায় ধসের ছবি পড়েছে ৷ উত্তরবঙ্গে কালিম্পংয়ের মাল্লিতে সোমবার ধস নামল ৷ ধসের কবলে পড়ে একটি চারচাকা ৷ গাড়িতে সেই সময় দু'জনই ছিলেন। বড় পাথরের চাঁই গাড়িটিকে একেবারে দুমড়ে-মুচড়ে দেয় গাড়িটিকে ৷ দেখুন হাড়হিম করা ভিডিয়ো ৷

Landslide in Melli Kalimpong
মাল্লিতে ভয়াবহ ধস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 5:12 PM IST

কালিম্পং, 5 অগস্ট: রাতভর প্রবল বৃষ্টি পাহাড় থেকে সমতলে। পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নেমেছে। ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে মাল্লির কাছে 10 নম্বর জাতীয় সড়কে। সেখানে ধসের পাথর পড়ে দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী ছোট গাড়ি। সূত্রের খবর, গাড়িটা সোমবার সকালে মাল্লি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিতেই ঘটে বিপত্তি! মাল্লির কাছেই ধসের কবলে পড়ে গাড়িটি। বড় পাথরের চাঁই গাড়িটিকে একেবারে দুমড়ে-মুচড়ে দেয় ৷

মাল্লিতে ভয়াবহ ধস (ইটিভি ভারত)

যদিও অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক ও যাত্রী। গাড়িতে সেই সময় দু'জনই ছিলেন। দুমড়েমুচড়ে পড়া গাড়িটির ভিতরেই আটকে যান ওই দু'জন। এরপর স্থানীয়রা ছুটে এসে কিছুটা ধস সরায়। কিন্তু বড় পাথর সরাতে পরে জেসিবি আনা হয়। জেসিবি দিয়ে গাড়িটির উপর থেকে পাথর সরিয়ে ওই দু'জনকে উদ্ধার করা হয়। এরপর তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে, ধসের জেরে এখনও বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। ধসের কারণে লাভা, গরুবাথান হয়ে গাড়ি সিকিমে চলাচল করছে।

অন্যদিকে, অতি ভারী বৃষ্টি-সহ হড়পা বানের সতর্কবার্তা জেলা প্রশাসনের। রবিবার সন্ধ্যা থেকে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে সাধারান মানুষকে। আবহাওয়া দফতরের তথ্য এবং সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই দিকটির কথা মাথায় রেখেই ইতোমধ্যে জেলার সমস্ত ব্লক প্রশাসনকে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ জারি করা হয়েছে ৷

পাশাপশি, কর্মচারীদের সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। জেলা সদরের বিপর্যয়ের মোকাবিলা দল এবং পর্যাপ্ত ত্রাণসামগ্রী ইতিমধ্যেই প্রস্তুত রাখছে ৷ এছাড়াও পরিস্থিতির ওপর নজর রাখতে 24 ঘণ্টা বিশেষ কন্ট্রোল রুম খোলা থাকছে বলে জানিয়েছেন, দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল ও কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি।

ABOUT THE AUTHOR

...view details