কালিম্পং, 5 অগস্ট: রাতভর প্রবল বৃষ্টি পাহাড় থেকে সমতলে। পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নেমেছে। ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে মাল্লির কাছে 10 নম্বর জাতীয় সড়কে। সেখানে ধসের পাথর পড়ে দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী ছোট গাড়ি। সূত্রের খবর, গাড়িটা সোমবার সকালে মাল্লি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিতেই ঘটে বিপত্তি! মাল্লির কাছেই ধসের কবলে পড়ে গাড়িটি। বড় পাথরের চাঁই গাড়িটিকে একেবারে দুমড়ে-মুচড়ে দেয় ৷
যদিও অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক ও যাত্রী। গাড়িতে সেই সময় দু'জনই ছিলেন। দুমড়েমুচড়ে পড়া গাড়িটির ভিতরেই আটকে যান ওই দু'জন। এরপর স্থানীয়রা ছুটে এসে কিছুটা ধস সরায়। কিন্তু বড় পাথর সরাতে পরে জেসিবি আনা হয়। জেসিবি দিয়ে গাড়িটির উপর থেকে পাথর সরিয়ে ওই দু'জনকে উদ্ধার করা হয়। এরপর তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে, ধসের জেরে এখনও বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। ধসের কারণে লাভা, গরুবাথান হয়ে গাড়ি সিকিমে চলাচল করছে।