কলকাতা, 3 অগস্ট:প্রায় 10 ঘণ্টা পর পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় থেকে বেরোলেন উপাচার্য। দুপুর দু’টো থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে রেখেছিল তৃণমূল ছাত্র পরিষদ । রাত বারোটা পর্যন্ত পড়ুয়াদের ঘেরাওয়ে আটকে ছিলেন উপাচার্য শান্তা দত্ত। অবশেষে রাত বারোটার সময় পুলিশ এসে তাঁকে বিশ্ববিদ্যালয়ের পিছন গেট দিয়ে বের করে নিয়ে যায়। তবে তৃণমূল ছাত্র পরিষদের কথায়, শান্তা দত্তের বিরুদ্ধে তাদের এই আন্দোলন চলবে।
টানা 10 ঘণ্টা আটকে, পুলিশের সাহায্যে ঘেরাও মুক্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য - Calcutta University
Calcutta University VC Office Locked: টানা 10 ঘণ্টা ঘেরাও শেষে বেরলেন উপাচার্য শান্তা দত্ত ৷ শুক্রবার দুপুর থেকে তাঁকে ঘেরাও করে রেখেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা ৷ পুলিশ হস্তক্ষেপে তিনি পড়ুয়া ঘেরাও মুক্ত হন ৷
Published : Aug 3, 2024, 7:17 AM IST
|Updated : Aug 3, 2024, 10:19 AM IST
শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক শুরু হওয়ার কথা ছিল দুপুর 3.30 মিনিটে। কিন্তু তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ উপাচার্যের ঘরের বাইরে তালা আটকে দেয়। পড়ুয়াদের তরফে বলা হয়েছে এই সিন্ডিকেট বৈঠক অবৈধ। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অভিরূপ চক্রবর্তী বলেন, "শান্তা দত্ত উপাচার্য পদ থেকে সরে গিয়েছেন। তারপরেও তিনি সিন্ডিকেট বৈঠক করছেন, যা সম্পূর্ণ অবৈধ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বৈঠকে সায় দেয়নি উচ্চ শিক্ষা দফতর । সম্পূর্ণভাবে তাঁর বৈঠক আইন বিরুদ্ধ।" ছাত্র পরিষদের অভিযোগ, প্রায় এগারো মাস অতিক্রান্ত পিএইচডি পরীক্ষার ৷ যেসকল পডুয়া তৃণমূল ছাত্র পরিষদের সদস্য, তাদের পিএইচডি করার ফল প্রকাশ করা হয়নি।
যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি উপাচার্য শান্তা দত্ত । তাঁর কথায় সিন্ডিকেট বৈঠক হয়েছে। অধিকাংশ অধ্যাপকই এই বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠত সাড়ে তিনটের বদলে 3টে 45 মিনিট নাগাদ শুরু হয়েছে। প্রসঙ্গত, বৈঠকের বিরোধিতা করে প্রথমে উপাচার্যের ঘরে তালা দেন ছাত্র পরিষদের সদস্যরা । তারপর দারভাঙ্গা বিল্ডিং পুরো তালা দিয়ে দেওয়া হয়। যাতে কোনওভাবেই বিশ্ববিদ্যালয়ের বাইরে উপাচার্য যেতে না পারেন। তবে রাত বারোটার সময় পুলিশের সহযোগিতায় নিজের ঘর থেকে বেরোন উপাচার্য শান্তা দত্ত।