শিলিগুড়ি, 1 মার্চ:উপাচার্যের হোয়াটসঅ্যাপে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত 4 মার্চের মধ্যে প্রত্যাহার করতে হবে । তা না হলে 5 মার্চ অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর । শুক্রবার দিনভর বৈঠকের পর এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ । উপাচার্য এস রবীন্দ্রনকে এক প্রকার ব্রাত্য করেই 5 মার্চ অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেবেন রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত ।
এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের 63 জন উচ্চপদস্থ আধিকারিক ও সমস্ত বিভাগের প্রধানদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠক হয় । সেই বৈঠকে উপস্থিত সদস্যরা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিতকে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে পূর্ণ ক্ষমতা প্রদান করার সিদ্ধান্ত নেন । তবে তার আগে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের তরফে চিঠি করে আবেদন জানানো হবে, উনি যেন 4 মার্চের মধ্যে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে যে স্থগিতাদেশ জারি করেছিলেন তা প্রত্যাহার করে নেন । নির্ধারিত সময়ের মধ্যে সেই স্থগিতাদেশ প্রত্যাহার না-করলে 5 মার্চ রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত নিজের ক্ষমতাবলে সেই নির্দেশিকা বাতিল করে দেবেন এবং অস্থায়ী কর্মীদের 10 শতাংশ বেতন বৃদ্ধিতে সিলমোহর দেবেন ।
রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, "বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে । বিশ্ববিদ্যালয়ের তরফে উপাচার্যকে চিঠি পাঠিয়ে ওনার স্থগিতাদেশ বাতিল করার আবেদন করা হবে । সেটা 4 মার্চের মধ্যেই ওনাকে করতে হবে। তা না হলে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আমি কর্মীদের বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে সিলমোহর দেব ।"