পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেতন বৃদ্ধিতে চূড়ান্ত সিলমোহর দেবেন রেজিস্ট্রার, অচলাবস্থা কাটছে না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে - অচলাবস্থা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

University of North Bengal: উপাচার্য স্থগিতাদেশ প্রত্যাহার না-করলে 5 মার্চ রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত নিজের ক্ষমতাবলে সেই নির্দেশিকা বাতিল করে দেবেন এবং অস্থায়ী কর্মীদের 10 শতাংশ বেতন বৃদ্ধিতে সিলমোহর দেবেন ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 10:22 PM IST

শিলিগুড়ি, 1 মার্চ:উপাচার্যের হোয়াটসঅ্যাপে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত 4 মার্চের মধ্যে প্রত্যাহার করতে হবে । তা না হলে 5 মার্চ অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর । শুক্রবার দিনভর বৈঠকের পর এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ । উপাচার্য এস রবীন্দ্রনকে এক প্রকার ব্রাত্য করেই 5 মার্চ অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেবেন রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত ।

এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের 63 জন উচ্চপদস্থ আধিকারিক ও সমস্ত বিভাগের প্রধানদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠক হয় । সেই বৈঠকে উপস্থিত সদস্যরা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিতকে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে পূর্ণ ক্ষমতা প্রদান করার সিদ্ধান্ত নেন । তবে তার আগে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের তরফে চিঠি করে আবেদন জানানো হবে, উনি যেন 4 মার্চের মধ্যে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে যে স্থগিতাদেশ জারি করেছিলেন তা প্রত্যাহার করে নেন । নির্ধারিত সময়ের মধ্যে সেই স্থগিতাদেশ প্রত্যাহার না-করলে 5 মার্চ রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত নিজের ক্ষমতাবলে সেই নির্দেশিকা বাতিল করে দেবেন এবং অস্থায়ী কর্মীদের 10 শতাংশ বেতন বৃদ্ধিতে সিলমোহর দেবেন ।

রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, "বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে । বিশ্ববিদ্যালয়ের তরফে উপাচার্যকে চিঠি পাঠিয়ে ওনার স্থগিতাদেশ বাতিল করার আবেদন করা হবে । সেটা 4 মার্চের মধ্যেই ওনাকে করতে হবে। তা না হলে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আমি কর্মীদের বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে সিলমোহর দেব ।"

বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার দেবাশিস দত্ত বলেন, "আজকের মিটিংয়ে আমরা রেজিস্ট্রারকে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে পূর্ণ ক্ষমতা দিয়েছি । 4 মার্চের মধ্যে উপাচার্য ওনার অবস্থান থেকে সরে না-এলে রেজিস্ট্রার নিজেই বেতন বৃদ্ধি করে দেবেন ।"

এদিকে মঙ্গলবার থেকে চলতে থাকা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির টানা চারদিনের আন্দোলনের জেরে বিশ্বিবদ্যালয়ের অচলাবস্থা বহাল রয়েছে । বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একজন কর্মীকেও অচলাবস্থার জেরে বেতন দিতে পারেনি অর্থ বিভাগ । পাশাপাশি প্রশাসনিক ভবন বন্ধের জেরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়াশোনার পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানা গিয়েছে, শনিবার ও রবিবার পরপর দু’দিন বিশ্ববিদ্যালয় বন্ধ । ফলে 5 মার্চের মধ্যে সিদ্ধান্ত না-হওয়া পর্যন্ত এই অচলাবস্থা জারি থাকবে । ফলে সংকটে পড়বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থা ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details