বোলপুর, 18 জুন: "বিশ্বভারতী ভালো ভাবে চলছে না, বার বার হোঁচট খাচ্ছে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই", বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ অর্থাৎ, রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ৷ পাশাপাশি, কী জন্য আর পাঁচটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের থেকে বিশ্বভারতীর মান অবনমন হচ্ছে, তার কারণ খুঁজে বের করতে হবে বলেও জানান তিনি । মঙ্গলবার, বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলনে' যোগ দেন সুকান্ত মজুমদার৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
বিশ্বভারতী নিয়ে উষ্মা প্রকাশ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (ইটিভি ভারত) তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েই 'প্রধানমন্ত্রী কিষান নিধি' তহবিলের প্রায় 20 হাজার কোটি টাকার 17তম কিস্তি দেওয়ার ফাইলে সই করেছিলেন নরেন্দ্র মোদি । সেই সংক্রান্ত বিষয়ে এ দিন বারাণসীতে 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলনে' যোগ দেন প্রধানমন্ত্রী । সেই অনুষ্ঠান ভার্চুয়ালি দেখানো হয় বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে । এখানেও কৃষকদের সম্মানিত করা হয় ৷ বিশ্বভারতীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল ৷
বিশ্বভারতীতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র) তবে এই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী ৷ বর্তমানে যা ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত । এই বিশ্বভারতীর মান নিয়ে উষ্মা প্রকাশ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "বিশ্বভারতী আমাদের গর্ব । এই বিশ্বভারতী ভালো ভাবে চলছে না ৷ বারবার হোঁচট খাচ্ছে, এটা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই ৷ সেই সমস্যাটা কোথায় সেটাও খুঁজে বের করতে হবে আমাদের ৷ আমাদের পরে অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে । এটা অত্যন্ত চিন্তার বিষয় ৷ বিশেষ করে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্বভারতীর থেকে এগিয়ে আছে । আমাদের সেই জায়গাগুলো দেখা উচিত ৷"
বিশ্বভারতীতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র) তিনি আরও জানান, দ্রুত বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য আসবেন । মন্ত্রক থেকে সুকান্তবাবুকে উচ্চশিক্ষা দফতরের কাজগুলি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে । বিশ্বভারতীর আচার্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাই দিল্লি গিয়ে ফাইল দেখে, প্রধানমন্ত্রীর দফতর থেকে পরামর্শ নিয়েই বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য আনার ব্যবস্থা করা হবে, এমনটাই জানালেন সুকান্ত মজুমদার ৷