ETV Bharat / sports

টানা দু'বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রানের রেকর্ড, একমাত্র রয়েছে এই ভারতীয়র ঝুলিতে - CHAMPIONS TROPHY RECORD

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু'বার সর্বাধিক রান সংগ্রহের নজির রয়েছে কেবল একজন ব্যাটারের ঝুলিতে ৷ কে তিনি? রইল বিস্তারিত ৷

SHIKHAR DHAWAN
শিখর ধাওয়ান (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 18, 2025, 3:33 PM IST

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: সাত বছর বাদে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ৷ বুধবার আয়োজক পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্য়াচ দিয়ে ঢাকে কাঠি পড়ছে এই আইসিসি ইভেন্টের ৷ 20 ফেব্রুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয়দিন বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে দু'বারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ৷ এই টুর্নামেন্টের বিভিন্ন সংস্করণে সর্বাধিক রান সংগ্রহের নজির রয়েছে ভারতের একাধিক ব্যাটারের ঝুলিতে ৷ তালিকায় রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহওয়াগের নাম ৷ তবে একমাত্র ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দু'টি সংস্করণে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড রয়েছে আরেক ভারতীয় ক্রিকেটারের ঝুলিতে ৷ তিনি শিখর ধাওয়ান ৷

এ যাবৎ টুর্নামেন্টের একমাত্র ব্যাটার হিসেবে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এই বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর' ৷ আইসিসি টুর্নামেন্টে তাঁর ঈর্ষণীয় ব্যাটিং পারফরম্যান্সের কারণে অনুরাগীরা তাঁকে ভালোবেসে ডাকতেন 'মিস্টার আইসিসি' বলে ৷ 2013 এবং 2017 টানা দু'টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেবল দেশের জার্সিতেই নয়, সার্বিকভাবে টুর্নামেন্টের সর্বাধিক রানস্কোরার হয়েছিলেন ধাওয়ান ৷ দু'টি সংস্করণে 10টি ইনিংস মিলিয়ে বাঁ-হাতি ওপেনারের ঝুলিতে রয়েছে 701 রান ৷ তিনটি শতরান সহযোগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বাধিক রানসংগ্রাহক তিনিই ৷

তবে ধাওয়ানের বিশ্বরেকর্ড দু'টি আলাদা আলাদা সংস্করণে সর্বাধিক রান সংগ্রহ করে ৷ এর মধ্যে 2013 সালে জোড়া শতরান-সহ 363 রান হাঁকিয়ে ভারতকে ট্রফি এনে দিয়েছিলেন মারকুটে ওপেনার ৷ গড় 90.75 ৷ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি এসেছিল ওপেনারের ব্য়াটে ৷ পরের সংস্করণে ভারত ফাইনালে উঠে ট্রফি ধরে রাখতে না-পারলেও টুর্নামেন্টে গোল্ডেন ব্য়াট জিতেছিলেন ধাওয়ান ৷ 2017 সালে ভারতীয় ব্যাটার পাঁচ ইনিংসে করেছিলেন 338 রান ৷ সবমিলিয়ে টানা দু'টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান করে বিশ্বরেকর্ডে নাম তোলেন অবসরে যাওয়া প্রাক্তন ব্যাটার ৷

SHIKHAR DHAWAN
2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরানের পর ধাওয়ান (GETTY)

ধাওয়ানের আগে 2000 সালে 348 রান করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রানের নজির গড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এরপর 2002 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গোল্ডেন ব্যাট জিতেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ পাঁচ ম্য়াচে তাঁর ঝুলিতে এসেছিল 271 রান ৷ অর্থাৎ, ধাওয়ানের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ছ'টি ভিন্ন সংস্করণে ছ'জন ভিন্ন ব্যাটার সর্বাধিক রানের নজির গড়েছিলেন ৷

চ্যাম্পিয়ন্স ট্রফির বিভিন্ন সংস্করণের সর্বাধিক রানসংগ্রাহকরা:

  1. ফিলো ওয়ালেস (ওয়েস্ট ইন্ডিজ)- 221 রান, 1998
  2. সৌরভ গঙ্গোপাধ্যায় (ভারত)- 348 রান, 2000
  3. বীরেন্দ্র সেহওয়াগ (ভারত)- 271 রান, 2002
  4. মার্কাস ট্রেসকোথিক (ইংল্যান্ড)- 261 রান, 2004
  5. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- 474 রান, 2006
  6. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- 288 রান, 2009
  7. শিখর ধাওয়ান (ভারত)- 363 রান, 2013
  8. শিখর ধাওয়ান (ভারত)- 338 রান, 2017

আরও পড়ুন:

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: সাত বছর বাদে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ৷ বুধবার আয়োজক পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্য়াচ দিয়ে ঢাকে কাঠি পড়ছে এই আইসিসি ইভেন্টের ৷ 20 ফেব্রুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয়দিন বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে দু'বারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ৷ এই টুর্নামেন্টের বিভিন্ন সংস্করণে সর্বাধিক রান সংগ্রহের নজির রয়েছে ভারতের একাধিক ব্যাটারের ঝুলিতে ৷ তালিকায় রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহওয়াগের নাম ৷ তবে একমাত্র ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দু'টি সংস্করণে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড রয়েছে আরেক ভারতীয় ক্রিকেটারের ঝুলিতে ৷ তিনি শিখর ধাওয়ান ৷

এ যাবৎ টুর্নামেন্টের একমাত্র ব্যাটার হিসেবে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এই বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর' ৷ আইসিসি টুর্নামেন্টে তাঁর ঈর্ষণীয় ব্যাটিং পারফরম্যান্সের কারণে অনুরাগীরা তাঁকে ভালোবেসে ডাকতেন 'মিস্টার আইসিসি' বলে ৷ 2013 এবং 2017 টানা দু'টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেবল দেশের জার্সিতেই নয়, সার্বিকভাবে টুর্নামেন্টের সর্বাধিক রানস্কোরার হয়েছিলেন ধাওয়ান ৷ দু'টি সংস্করণে 10টি ইনিংস মিলিয়ে বাঁ-হাতি ওপেনারের ঝুলিতে রয়েছে 701 রান ৷ তিনটি শতরান সহযোগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বাধিক রানসংগ্রাহক তিনিই ৷

তবে ধাওয়ানের বিশ্বরেকর্ড দু'টি আলাদা আলাদা সংস্করণে সর্বাধিক রান সংগ্রহ করে ৷ এর মধ্যে 2013 সালে জোড়া শতরান-সহ 363 রান হাঁকিয়ে ভারতকে ট্রফি এনে দিয়েছিলেন মারকুটে ওপেনার ৷ গড় 90.75 ৷ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি এসেছিল ওপেনারের ব্য়াটে ৷ পরের সংস্করণে ভারত ফাইনালে উঠে ট্রফি ধরে রাখতে না-পারলেও টুর্নামেন্টে গোল্ডেন ব্য়াট জিতেছিলেন ধাওয়ান ৷ 2017 সালে ভারতীয় ব্যাটার পাঁচ ইনিংসে করেছিলেন 338 রান ৷ সবমিলিয়ে টানা দু'টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান করে বিশ্বরেকর্ডে নাম তোলেন অবসরে যাওয়া প্রাক্তন ব্যাটার ৷

SHIKHAR DHAWAN
2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরানের পর ধাওয়ান (GETTY)

ধাওয়ানের আগে 2000 সালে 348 রান করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রানের নজির গড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এরপর 2002 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গোল্ডেন ব্যাট জিতেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ পাঁচ ম্য়াচে তাঁর ঝুলিতে এসেছিল 271 রান ৷ অর্থাৎ, ধাওয়ানের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ছ'টি ভিন্ন সংস্করণে ছ'জন ভিন্ন ব্যাটার সর্বাধিক রানের নজির গড়েছিলেন ৷

চ্যাম্পিয়ন্স ট্রফির বিভিন্ন সংস্করণের সর্বাধিক রানসংগ্রাহকরা:

  1. ফিলো ওয়ালেস (ওয়েস্ট ইন্ডিজ)- 221 রান, 1998
  2. সৌরভ গঙ্গোপাধ্যায় (ভারত)- 348 রান, 2000
  3. বীরেন্দ্র সেহওয়াগ (ভারত)- 271 রান, 2002
  4. মার্কাস ট্রেসকোথিক (ইংল্যান্ড)- 261 রান, 2004
  5. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- 474 রান, 2006
  6. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- 288 রান, 2009
  7. শিখর ধাওয়ান (ভারত)- 363 রান, 2013
  8. শিখর ধাওয়ান (ভারত)- 338 রান, 2017

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.