ETV Bharat / state

প্রশ্নপত্র কেমন হচ্ছে ? মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী - MAMATA BANERJEE

মুখ্যমন্ত্রী দাবি করেন, আগে মাধ্যমিক পরীক্ষায় নম্বর দেওয়া হত না । এখন সিলেবাস অনেক সোজা করে দেওয়া হয়েছে । ভালো নম্বর দেওয়া হচ্ছে পড়ুয়াদের ৷

Mamata Banerjee
ভবানীপুরে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 3:19 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: মাধ্য়মিক পরীক্ষা কেমন চলছে, খোঁজ নিতে স্কুলে হাজির হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী নিজের বাসভবন থেকে বেরিয়ে বিধানসভার উদ্দেশে যাচ্ছিলেন ৷ পথে ভবানীপুরের একটি স্কুলে দাঁড়িয়ে পড়েন তিনি । ভবানীপুর ইউনাইটেড মিশন স্কুলে তখন চলছিল মাধ্যমিক পরীক্ষা । সেখানে গিয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীকে স্কুলের ভেতরে যাওয়ার আমন্ত্রণ জানান ৷ তবে তিনি স্কুলের ভিতরে যেতে রাজি হননি ৷ মমতা বলেন, "পরীক্ষা চলছে, এখন ভেতরে যাব না ৷" স্কুলের বাইরে দাঁড়িয়ে সকল পরীক্ষার্থীদের আবারও শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী ।

Mamata Banerjee
পরীক্ষা কেমন চলছে খোঁজখবর নেন মমতা (নিজস্ব ছবি)

আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল । গত 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক । প্রতিবারই একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী । এবারেও সেই মতো মঙ্গলবার তিনি গিয়েছিলেন ভবানীপুরের ইউনাইটেড মিশন স্কুলে । ওই স্কুলে পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে । সেখানে গিয়ে অভিভাবকদের থেকে মাধ্যমিক পরীক্ষার বিষয়ে জানতে চান তিনি । জিজ্ঞেস করেন, "কেমন প্রশ্নপত্র হচ্ছে ? পরীক্ষা কবে শেষ হবে ?" অভিভাবকরা জবাবে জানান বৃহস্পতিবার ৷ মমতা তখন মজার ছলে বলেন, "বাঁচা যাবে ৷ এটা জীবনের প্রথম বড় পরীক্ষা ৷"

Mamata Banerjee
ভবানীপুর ইউনাইটেড মিশন স্কুলে মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

পরীক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে কি না সেই বিষয়ে অভিভাবকদের থেকে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "আগে পরীক্ষায় নম্বর দেওয়া হত না । এখন সিলেবাস অনেক সোজা করে দেওয়া হয়েছে । সিবিএসই আইসিএসই বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরি করা হয়েছে । যাতে ভবিষ্যতে সমস্যা না হয় । আমি সবসময় বলি, প্রশ্নপত্র যেন শক্ত না হয় । সবাই ভালো ফল করুক আমি সেটাই চাই ৷ পরীক্ষা ভালো হবে, আমার শুভেচ্ছা রইল ।"

Mamata Banerjee
পরীক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

একজন অভিভাবককে দেখে আবার মুখ্যমন্ত্রী বলে ওঠেন, "কী হল আপানার মনটা খারাপ কেন ?" এরপরেই একগাল হাসি ওই অভিভাবকের ৷ তারপরেই একজন মাধ্যমিক পরীক্ষার্থী এসে মুখ্যমন্ত্রীকে নমস্কার করেন ৷ তিনি তাঁকে জিজ্ঞেস করেন, "পরীক্ষা দিয়ে বেরলে ? ভূগোল পরীক্ষা কেমন হয়েছে ?"

Mamata Banerjee
মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আশীর্বাদ নেন মাধ্যমিক পরীক্ষার্থী (নিজস্ব ছবি)

তবে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার বিষয়ে না । ভবানীপুর ইউনাইটেড মিশন স্কুলের বিষয়েও একাধিক খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী । স্কুলের বাইরে থেকেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি । এমনকি স্কুলের 192তম বছরে রং করানোর নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই কাজের জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে সে কথাও স্কুল কর্তৃপক্ষকে সেখানে দাঁড়িয়েই বলে আসেন তিনি ।

Mamata Banerjee
তিনি কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে (নিজস্ব ছবি)

স্কুলের বাইরে দাঁড়িয়ে শিক্ষিকাদের মুখ্যমন্ত্রী বলেন, "এই স্কুলে আমার ভাইঝি পড়ত । আপনারা সবাই ভালো থাকবেন । আজকে মঙ্গলবার, পরের মঙ্গলবারের মধ্যে আমার লোক এসে আপনাদের থেকে কোথায় কী রং করতে হবে সে বিষয়ে খোঁজখবর নিয়ে যাবেন । আপনারা এক সপ্তাহের মধ্যে সেই খসড়া তৈরি করে রাখুন ।"

উল্লেখ্য, গত শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা । মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে বিতর্ক শুরু হয় । সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছিল বলে অভিযোগ ওঠে । এরপরেই মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে প্রশ্ন নিয়ে খোঁজখবর নিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷

কলকাতা, 18 ফেব্রুয়ারি: মাধ্য়মিক পরীক্ষা কেমন চলছে, খোঁজ নিতে স্কুলে হাজির হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী নিজের বাসভবন থেকে বেরিয়ে বিধানসভার উদ্দেশে যাচ্ছিলেন ৷ পথে ভবানীপুরের একটি স্কুলে দাঁড়িয়ে পড়েন তিনি । ভবানীপুর ইউনাইটেড মিশন স্কুলে তখন চলছিল মাধ্যমিক পরীক্ষা । সেখানে গিয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীকে স্কুলের ভেতরে যাওয়ার আমন্ত্রণ জানান ৷ তবে তিনি স্কুলের ভিতরে যেতে রাজি হননি ৷ মমতা বলেন, "পরীক্ষা চলছে, এখন ভেতরে যাব না ৷" স্কুলের বাইরে দাঁড়িয়ে সকল পরীক্ষার্থীদের আবারও শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী ।

Mamata Banerjee
পরীক্ষা কেমন চলছে খোঁজখবর নেন মমতা (নিজস্ব ছবি)

আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল । গত 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক । প্রতিবারই একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী । এবারেও সেই মতো মঙ্গলবার তিনি গিয়েছিলেন ভবানীপুরের ইউনাইটেড মিশন স্কুলে । ওই স্কুলে পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে । সেখানে গিয়ে অভিভাবকদের থেকে মাধ্যমিক পরীক্ষার বিষয়ে জানতে চান তিনি । জিজ্ঞেস করেন, "কেমন প্রশ্নপত্র হচ্ছে ? পরীক্ষা কবে শেষ হবে ?" অভিভাবকরা জবাবে জানান বৃহস্পতিবার ৷ মমতা তখন মজার ছলে বলেন, "বাঁচা যাবে ৷ এটা জীবনের প্রথম বড় পরীক্ষা ৷"

Mamata Banerjee
ভবানীপুর ইউনাইটেড মিশন স্কুলে মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

পরীক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে কি না সেই বিষয়ে অভিভাবকদের থেকে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "আগে পরীক্ষায় নম্বর দেওয়া হত না । এখন সিলেবাস অনেক সোজা করে দেওয়া হয়েছে । সিবিএসই আইসিএসই বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরি করা হয়েছে । যাতে ভবিষ্যতে সমস্যা না হয় । আমি সবসময় বলি, প্রশ্নপত্র যেন শক্ত না হয় । সবাই ভালো ফল করুক আমি সেটাই চাই ৷ পরীক্ষা ভালো হবে, আমার শুভেচ্ছা রইল ।"

Mamata Banerjee
পরীক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

একজন অভিভাবককে দেখে আবার মুখ্যমন্ত্রী বলে ওঠেন, "কী হল আপানার মনটা খারাপ কেন ?" এরপরেই একগাল হাসি ওই অভিভাবকের ৷ তারপরেই একজন মাধ্যমিক পরীক্ষার্থী এসে মুখ্যমন্ত্রীকে নমস্কার করেন ৷ তিনি তাঁকে জিজ্ঞেস করেন, "পরীক্ষা দিয়ে বেরলে ? ভূগোল পরীক্ষা কেমন হয়েছে ?"

Mamata Banerjee
মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আশীর্বাদ নেন মাধ্যমিক পরীক্ষার্থী (নিজস্ব ছবি)

তবে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার বিষয়ে না । ভবানীপুর ইউনাইটেড মিশন স্কুলের বিষয়েও একাধিক খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী । স্কুলের বাইরে থেকেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি । এমনকি স্কুলের 192তম বছরে রং করানোর নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই কাজের জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে সে কথাও স্কুল কর্তৃপক্ষকে সেখানে দাঁড়িয়েই বলে আসেন তিনি ।

Mamata Banerjee
তিনি কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে (নিজস্ব ছবি)

স্কুলের বাইরে দাঁড়িয়ে শিক্ষিকাদের মুখ্যমন্ত্রী বলেন, "এই স্কুলে আমার ভাইঝি পড়ত । আপনারা সবাই ভালো থাকবেন । আজকে মঙ্গলবার, পরের মঙ্গলবারের মধ্যে আমার লোক এসে আপনাদের থেকে কোথায় কী রং করতে হবে সে বিষয়ে খোঁজখবর নিয়ে যাবেন । আপনারা এক সপ্তাহের মধ্যে সেই খসড়া তৈরি করে রাখুন ।"

উল্লেখ্য, গত শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা । মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে বিতর্ক শুরু হয় । সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছিল বলে অভিযোগ ওঠে । এরপরেই মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে প্রশ্ন নিয়ে খোঁজখবর নিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.