ETV Bharat / bharat

কংগ্রেস আমলের হেলিকপ্টার কেনাবেচা দুর্নীতি ! সুপ্রিম কোর্টে জামিন 'মিডলম্যান' জেমসের - AGUSTAWESTLAND CASE

3 হাজার 600 কোটি টাকার অগস্টাওয়েস্টল্যান্ড আর্থিক কেলেঙ্কারিতে জামিন পেলেন খ্রিশ্চিয়ান মিশেল জেমস ৷ তিনি 6 বছর জেল হেফাজতে ছিলেন ৷

AgustaWestland Case
সুপ্রিম কোর্টে জামিন পেলেন খ্রিশ্চিয়ান মিশেল জেমস (ফাইল ছবি)
author img

By PTI

Published : Feb 18, 2025, 3:20 PM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: কংগ্রেস আমলে অগস্টাওয়েস্টল্যান্ড কোম্পানি থেকে হেলিকপ্টার কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত 'মধ্যস্থতাকারী' ব্রিটিশ নাগরিক খ্রিশ্চিয়ান মিশেল জেমস ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ 3 হাজার 600 কোটি টাকার অগস্টাওয়েস্টল্যান্ড আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্তের জামিন মঞ্জুর করে ৷

অভিযুক্ত খ্রিশ্চিয়ান মিশেল জেমস ছ'বছর ধরে জেল হেফাজতে রয়েছেন ৷ এর আগে গত বছরের 6 ডিসেম্বর এই মামলায় সিবিআই-এর জবাব চেয়ে নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ এদিন শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্ত গত ছ'বছর ধরে কারাবন্দি ৷ এদিকে এই মামলায় তদন্ত প্রক্রিয়া এখনও চলছে ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চের নির্দেশ, অভিযুক্ত খ্রিশ্চিয়ান মিশেল জেমসকে জামিনে মুক্তি দিলেও তাঁকে কিছু শর্ত মেনে চলতে হবে ৷ সেই শর্ত স্থির করবে ট্রায়াল কোর্ট ৷

সুপ্রিম কোর্টে সিবিআই মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না অভিযুক্ত ব্রিটিশ নাগরিক খ্রিশ্চিয়ান মিশেল জেমস ৷ কারণ, তাঁর বিরুদ্ধে একটি আর্থিক প্রতারণার মামলা চলছে দিল্লি হাইকোর্টে ৷ সেখানে জামিনের আবেদনও পড়ে রয়েছে ৷

বেঞ্চ এদিন জানায়, "আবেদনকারীকে 2018 সালে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল ৷ এরপর তিনি 6 বছর ধরে জেলে ছিলেন ৷ সিবিআই দু'টি চার্জশিট এবং একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ৷ এখনও তদন্ত চলছে ৷ এই পরিস্থিতিতে শর্তসাপেক্ষে আমরা তাঁকে জামিন দিতে ইচ্ছুক ৷ তাঁর উপর কী কী শর্ত আরোপ করা হবে, তার জন্য সিবিআই-কে ট্রায়াল কোর্টে আবেদন করতে হবে ৷"

আদালত অভিযুক্ত জেমসকে জামিন দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে সিবিআই-এর আইনজীবী আদালতে জানায়, এই জামিনের আবেদন করা হয়েছিল চিকিৎসার কারণে ৷ তখন আদালত এই তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় দেরি হওয়া নিয়ে প্রশ্ন তোলে ৷ শীর্ষ আদালত আরও জানায় যে, সিবিআই যদি এই গতিতে তদন্ত চালিয়ে যেতে থাকে, তাহলে আগামী 25 বছরেও বিচার শেষ হবে না ৷ এদিকে অভিযুক্ত জেমসের পক্ষে আইনজীবী আলজো কে জোসেফ এবং আইনজীবী বিষ্ণু শঙ্কর আদালতে তাঁদের মক্কেলের 6 বছর কারাবাসের বিষয়টি উত্থাপন করে ৷

অগস্টাওয়েস্টল্যান্ড কোম্পানি চপার ডিজাইন এবং উৎপাদন করে ৷ কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জমানায় 12টি ভিভিআইপি হেলিকপ্টার কেনা নিয়ে এই দুর্নীতি ৷ অভিযুক্ত খ্রিশ্চিয়ান মিশেল জেমস এই ভিভিআইপি চপারগুলি কেনার ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন বলে অভিযোগ ৷ শুধু তিনিই নয়, এই দুর্নীতিতে আরও দুই অভিযুক্ত গুডিয়ো হাশকে এবং কার্লো জেরোসা ৷

গত বছরের 25 সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট জেমসের জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ৷ 2018 সালের 5 ডিসেম্বর তাঁকে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয় ৷ তারপরই তাঁকে অগস্টাওয়েস্টল্যান্ড আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করে সিবিআই ৷ পরে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও তাঁকে গ্রেফতার করে ৷

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: কংগ্রেস আমলে অগস্টাওয়েস্টল্যান্ড কোম্পানি থেকে হেলিকপ্টার কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত 'মধ্যস্থতাকারী' ব্রিটিশ নাগরিক খ্রিশ্চিয়ান মিশেল জেমস ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ 3 হাজার 600 কোটি টাকার অগস্টাওয়েস্টল্যান্ড আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্তের জামিন মঞ্জুর করে ৷

অভিযুক্ত খ্রিশ্চিয়ান মিশেল জেমস ছ'বছর ধরে জেল হেফাজতে রয়েছেন ৷ এর আগে গত বছরের 6 ডিসেম্বর এই মামলায় সিবিআই-এর জবাব চেয়ে নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ এদিন শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্ত গত ছ'বছর ধরে কারাবন্দি ৷ এদিকে এই মামলায় তদন্ত প্রক্রিয়া এখনও চলছে ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চের নির্দেশ, অভিযুক্ত খ্রিশ্চিয়ান মিশেল জেমসকে জামিনে মুক্তি দিলেও তাঁকে কিছু শর্ত মেনে চলতে হবে ৷ সেই শর্ত স্থির করবে ট্রায়াল কোর্ট ৷

সুপ্রিম কোর্টে সিবিআই মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না অভিযুক্ত ব্রিটিশ নাগরিক খ্রিশ্চিয়ান মিশেল জেমস ৷ কারণ, তাঁর বিরুদ্ধে একটি আর্থিক প্রতারণার মামলা চলছে দিল্লি হাইকোর্টে ৷ সেখানে জামিনের আবেদনও পড়ে রয়েছে ৷

বেঞ্চ এদিন জানায়, "আবেদনকারীকে 2018 সালে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল ৷ এরপর তিনি 6 বছর ধরে জেলে ছিলেন ৷ সিবিআই দু'টি চার্জশিট এবং একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ৷ এখনও তদন্ত চলছে ৷ এই পরিস্থিতিতে শর্তসাপেক্ষে আমরা তাঁকে জামিন দিতে ইচ্ছুক ৷ তাঁর উপর কী কী শর্ত আরোপ করা হবে, তার জন্য সিবিআই-কে ট্রায়াল কোর্টে আবেদন করতে হবে ৷"

আদালত অভিযুক্ত জেমসকে জামিন দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে সিবিআই-এর আইনজীবী আদালতে জানায়, এই জামিনের আবেদন করা হয়েছিল চিকিৎসার কারণে ৷ তখন আদালত এই তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় দেরি হওয়া নিয়ে প্রশ্ন তোলে ৷ শীর্ষ আদালত আরও জানায় যে, সিবিআই যদি এই গতিতে তদন্ত চালিয়ে যেতে থাকে, তাহলে আগামী 25 বছরেও বিচার শেষ হবে না ৷ এদিকে অভিযুক্ত জেমসের পক্ষে আইনজীবী আলজো কে জোসেফ এবং আইনজীবী বিষ্ণু শঙ্কর আদালতে তাঁদের মক্কেলের 6 বছর কারাবাসের বিষয়টি উত্থাপন করে ৷

অগস্টাওয়েস্টল্যান্ড কোম্পানি চপার ডিজাইন এবং উৎপাদন করে ৷ কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জমানায় 12টি ভিভিআইপি হেলিকপ্টার কেনা নিয়ে এই দুর্নীতি ৷ অভিযুক্ত খ্রিশ্চিয়ান মিশেল জেমস এই ভিভিআইপি চপারগুলি কেনার ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন বলে অভিযোগ ৷ শুধু তিনিই নয়, এই দুর্নীতিতে আরও দুই অভিযুক্ত গুডিয়ো হাশকে এবং কার্লো জেরোসা ৷

গত বছরের 25 সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট জেমসের জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ৷ 2018 সালের 5 ডিসেম্বর তাঁকে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয় ৷ তারপরই তাঁকে অগস্টাওয়েস্টল্যান্ড আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করে সিবিআই ৷ পরে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও তাঁকে গ্রেফতার করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.