কলকাতা, 18 ফেব্রুয়ারি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের সঙ্গে জঙ্গি-যোগের যে অভিযোগ তুলেছেন, তা নিয়ে আজ বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, এই অভিযোগ প্রমাণ করতে পারলে এক মিনিটে সবকিছু ছেড়ে দেবেন ৷ এ বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি ? আমাকে শুনতে হবে যে, জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক ৷ বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে থাকি ? যদি প্রমাণ করতে পারেন, তাহলে আমি এক মুহূর্তে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব ।"
এ বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানিয়ে তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রীকেও এটা চিঠি লিখে জানাব যে, যদি টেরোরিস্টদের সঙ্গে আমার কোনও সম্পর্ক প্রমাণ করতে পারেন, তাহলে আমি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে চলে যাব । কোনও সম্পর্ক না-থাকলেও বলছেন টেরোরিস্টদের সঙ্গে সম্পর্ক আছে । এভাবে সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করা হচ্ছে ৷ এর থেকে মরে যাওয়া ভালো ৷ "
উল্লেখ্য, গতকালই সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু অধিকারী শাসকদল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, "এই সরকার আনসারুল বাংলার সরকার ৷ এই সরকার কাশ্মীরী জঙ্গি জাভেদ মুন্সির সরকার ৷ এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দুবিরোধী ও মুসলিম লিগ টু-এর সরকার ৷"
প্রসঙ্গত, দিনকয়েক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন যে, রাজ্যে দ্বিতীয় মুসলিম লিগ সরকার চলছে ৷ তাঁর সেই মন্তব্যেরও আজ জবাব দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বিধানসভায় বলেন, "রাজ্য সরকারকে, আমাকে মুসলিম লিগ বলছেন । বেলুন ফাঁস করব ? অন্য দলকে হারানোর জন্য আপনারা তাঁদের সাহায্য নেন । যাঁদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন, তাঁরা যদি একটা আন্দোলনের ডাক দেয়, সামলাতে পারবেন তো ?"
এ প্রসঙ্গে সবেবরাতের ছুটির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বলছেন, সবেবরাতে দু'দিন ছুটি দিয়েছি ৷ আগে জানুন ৷ সবেবরাতের পরের দিন ছুটি ছিল পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ৷ পঞ্চানন বর্মার জন্য ছুটি নিয়েও যদি এই ধরনের রাজনীতি করেন, তাহলে ভোটের সময় পারবেন তো রাজবংশীদের কাছে গিয়ে ভোট চাইতে ?"
এদিন রাজ্যপালের বাজেট ভাষণের উপর আলোচনার শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যপালকে ধন্যবাদ, তিনি বিধানসভায় এসেছেন এবং ভাষণ দিতে রাজি হয়েছেন । আগামী দিনেও তিনি বারবার বিধানসভায় আসুন । আমি তাঁর সুস্বাস্থ্য কামনা করছি ।"
'ডর আচ্ছা লাগা', সাসপেনশনের পর স্বাধিকার ভঙ্গের নোটিশ পেয়ে পালটা জবাব শুভেন্দুর