ডায়মন্ড হারবার, 25 সেপ্টেম্বর: পরিবারের সঙ্গে দেখা নেই অনেকদিন ৷ বাড়িতে ছোট বাচ্চা ৷ এই অবসাদে জেলের মধ্যেই নিজের গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা এক বিচারাধীন বন্দির । ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ডায়মন্ড হারবার উপ-সংশোধনাগার চত্ত্বরে ৷ বর্তমানে ডায়মন্ড হারবার মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে ওই বন্দির ৷
জানা গিয়েছে, বন্দির নাম রহিদুল আদলদার ৷ বয়স 26 বছর । পারুলিয়া কোস্টাল থানা এলাকার কামারপোলের বাসিন্দা । স্থানীয় পুলিশ সূত্রে খবর, পকসো মামলায় প্রায় 5 মাস আগে গ্রেফতার করা তাকে । আদালতে এখনও সেই মামলা চলছে ৷
সুস্থ আছেন বন্দি জানালেন চিকিৎসক (ইটিভি ভারত) মঙ্গলবার উপ-সংশোধনগারের ঘরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন সে ৷ বিষয়টি জেল কর্মীদের নজরে আসতেই তাকে সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তার গলায় অস্ত্রোপচার করা হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে সুস্থ আছেন ওই বন্দি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
ঘটনা প্রসঙ্গে ডায়মন্ড হারবার হাসাতালের চিকিৎসক সিকে পন্ডা বলেন, "বিচারাধীন বন্দি রহিদুল আদলদার বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল ৷ তার এক ছোট শিশু রয়েছে ৷ তার জন্যই অবসাদগ্রস্ত হয়ে পড়ে সে ৷ আর সেই কারণে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি ৷ ভাঙা ব্লেডের টুকরো দিয়ে গলার নলি কাটেন ৷ যদিও ক্ষত খুব একটা গভীর ছিল না ৷ ইতিমধ্যেই, অপারেশন করা হয়েছে ৷ এখন সে সুস্থ রয়েছেন ৷"