পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বল ভেবে বোমাকে মাটিতে আছাড়, বিস্ফোরণে জখম দুই কিশোর - BOMB BLAST MALDA

বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখে এক নাবালক তা কুড়িয়ে মাটিতে আছাড় মারতেই বোমা ফেটে যায় ৷ ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ ৷

BOMB BLAST MALDA
বোমা আছাড় মারতেই বিস্ফোরণ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 10:54 PM IST

Updated : Jan 6, 2025, 11:07 PM IST

মালদা, 6 জানুয়ারি: তৃণমূল নেতা খুনের চার দিন পর ফের রক্তাক্ত মালদা ৷ এবার রক্ত ঝরল দুই কিশোরের ৷ বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে ওই দুই নাবালক ৷ সোমবার ঘটনাটি ঘটেছে কালিয়াচকের আলিপুর গ্রাম পঞ্চায়েতে ৷ আহত দুই কিশোরের নাম আবাদিল খান (9) ও সায়েম খান (7) ৷ দু’জনকেই মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ ৷

সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, এদিন বিকেলে আবাদিল ও সায়েম একটি সাইকেলে চেপে মাঠে ঘুরছিল ৷ সেই সময় হঠাৎ তাদের চোখে পড়ে বলের মতো একটি জিনিস ৷ সায়েম বলটি কুড়িয়ে মাটিতে আছাড় মারতেই বোমা ফেটে যায় ৷ ধোঁয়ায় ভরে যায় ঘটনাস্থল ৷ রক্তাক্ত অবস্থাতে সেখান থেকে পালায় দু’জনই ৷ ঘটনাস্থলে থাকা এক বৃদ্ধ অবশ্য আহত হননি ৷

বোমা বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ ৷ পুলিশকর্মীরা ঘটনাস্থল ফিতে দিয়ে ঘিরে দেন ৷ ঘটনাস্থল পরিদর্শন করেন কালিয়াচক থানার আইসি ৷ তিনি বলেন, “আহত দুটি বাচ্চাই মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ৷ এই বোমা কীভাবে মাঠে এল, কারা মজুত করেছিল, কীভাবে বাচ্চা দুটি বোমা পেল-এই সব তথ্য জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে ৷ ভবিষ্যৎ তদন্তের জন্য ঘটনাস্থল আপাতত ঘিরে রাখা হয়েছে ৷”

এদিকে, মাত্র কয়েকদিন আগে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান মালদার তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেনরাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন এই ঘটনা নিয়ে ৷ পুলিশ দোষীদের ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে বলেই তিনি আশ্বাস দিয়েছেন ৷

Last Updated : Jan 6, 2025, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details