নদিয়া, 4 এপ্রিল:ঈদের বাজার করে ফেরার পথে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পরিবারের উপর দুষ্কৃতীদের হামলা ৷ ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর । প্রথমে বোমাবাজি পরে খেজুর গাছের গুড়ি রাস্তায় ফেলে এলোপাথাড়ি অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ ৷ আক্রান্ত হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ পরিবারের বাকি সদস্যরাও । বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁরা হাসপাতালে ভরতি রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের ঘূর্ণি এলাকায় । মৃতের নাম জাহিদুল শেখ ৷ এই ঘটনায় অভিযোগের তির কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে ।
জানা গিয়েছে, হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সাগিরা বিবি ৷ বুধবার রাত ন'টা নাগাদ তিনি তাঁর স্বামী জাহিদুল শেখ, পরিবার-সহ কয়েকজন প্রতিবেশীকে নিয়ে ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, ঘূর্ণি গ্রামে পৌঁছতেই হঠাৎ তাঁদের লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি । এরপর তাঁরা সামনে কিছুটা এগিয়ে যেতে দেখে একটি খেজুর গাছের গুড়ি রাস্তায় ফেলা রয়েছে । তারপরই আচমকা জনা দশেক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । পঞ্চায়েত সদস্য সাগিরা বিবি ও তাঁর স্বামী জাহিদুল শেখ অস্ত্রের কোপে গুরুতর জখম হন । তাঁদেরকে রক্তাক্ত অবস্থায় নাকাশিপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় ৷ চিকিৎসকরা জাহিদুল শেখকে মৃত বলে ঘোষণা করেন । বাকিরা আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন ।