পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন, কাঠগড়ায় কংগ্রেস - TMC Leader Muder

TMC Leader Husband Death: ভোটের মুখে নদিয়ায় দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন শাসকদলের নেত্রী ও তাঁর পরিবারের বাকি সদস্যরাও ৷ অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেসের দিকে ৷ পুলিশ তদন্তে নেমেছে ৷

Attack on TMC Leader
Attack on TMC Leader

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 10:49 AM IST

দুষ্কৃতীদের হামলায় মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর

নদিয়া, 4 এপ্রিল:ঈদের বাজার করে ফেরার পথে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পরিবারের উপর দুষ্কৃতীদের হামলা ৷ ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর । প্রথমে বোমাবাজি পরে খেজুর গাছের গুড়ি রাস্তায় ফেলে এলোপাথাড়ি অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ ৷ আক্রান্ত হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ পরিবারের বাকি সদস্যরাও । বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁরা হাসপাতালে ভরতি রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের ঘূর্ণি এলাকায় । মৃতের নাম জাহিদুল শেখ ৷ এই ঘটনায় অভিযোগের তির কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে ।

জানা গিয়েছে, হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সাগিরা বিবি ৷ বুধবার রাত ন'টা নাগাদ তিনি তাঁর স্বামী জাহিদুল শেখ, পরিবার-সহ কয়েকজন প্রতিবেশীকে নিয়ে ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, ঘূর্ণি গ্রামে পৌঁছতেই হঠাৎ তাঁদের লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি । এরপর তাঁরা সামনে কিছুটা এগিয়ে যেতে দেখে একটি খেজুর গাছের গুড়ি রাস্তায় ফেলা রয়েছে । তারপরই আচমকা জনা দশেক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । পঞ্চায়েত সদস্য সাগিরা বিবি ও তাঁর স্বামী জাহিদুল শেখ অস্ত্রের কোপে গুরুতর জখম হন । তাঁদেরকে রক্তাক্ত অবস্থায় নাকাশিপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় ৷ চিকিৎসকরা জাহিদুল শেখকে মৃত বলে ঘোষণা করেন । বাকিরা আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন ।

এ বিষয়ে মৃতের ভাইপো বাসির শেখ বলেন, "আমরা খবর পাই আমার কাকা তাঁর পরিবারকে নিয়ে যখন ঈদের বাজার করে বেতোয়া থেকে বাড়ি ফিরছিল ঠিক তখনই তাঁদের রাস্তা আটকানো হয় এবং বোমাবাজি করা হয় । পরবর্তীকালে এলোপাথাড়ি কোপায় দুষ্কৃতীরা । তবে কী কারণে এ ঘটনা ঘটাল তা সম্পর্কে কিছুই বলতে পারব না ।" এই ঘটনার খবর পেয়ে সেখানে আসে নাকাশিপাড়া থানার পুলিশ । পরিবারের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে আধিকারিকরা । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি । অন্যদিকে লোকসভা ভোটের আগে এই খুনের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষ ।

আরও পড়ুন:

  1. ভোটের মুখে প্রকাশ্যে শুট আউট, তীব্র উত্তেজনা কালিয়াচকে
  2. সম্পর্কের টানাপোড়েন ! ওয়াটগঞ্জে মহিলা খুনে আটক দেওর
  3. একসঙ্গে পৃথিবী ছাড়ার প্রতিশ্রুতি, মায়ের মৃত্যুর পর কথা রাখলেন মেয়ে

ABOUT THE AUTHOR

...view details