কলকাতা, 22 মার্চ: আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন নির্বাচনের ক'দিন পথেই থাকবেন তিনি । এখানেই শেষ নয়, তিনি রাজভবনে নির্বাচন নিয়ে অভিযোগ জানাতে আলাদা সেল খোলার কথাও জানিয়েছিলেন ৷ আর এর বিরুদ্ধেই এ বার নির্বাচন কমিশনে নালিশ জানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । তাদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন রাজ্যপাল ৷ সরাসরি এ দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, লোকসভা নির্বাচনের সময় কীভাবে 'লোগ সভা' নাম দিয়ে একটি পোর্টাল চালু করতে পারেন রাজ্যপাল । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সমান্তরাল প্রশাসন চালিয়ে লোকসভা নির্বাচনে বেআইনিভাবে হস্তক্ষেপ করছে রাজভবন । তৃণমূলের আরজি, এই 'সমান্তরাল ব্যবস্থা' রুখতে হস্তক্ষেপ করুক কমিশন ।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময়ও এভাবেই গ্রাউন্ড জিরো থেকে পরিস্থিতি পর্যালোচনা করতে দেখা গিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । সে সময়ও ভোট হিংসা রুখতে পিস রুম খুলেছিলেন তিনি । সেই সময় এবং বর্তমানে রাজ্যপালের এই সক্রিয়তাকে যে তৃণমূল কংগ্রেস ভালো চোখে দেখছে না তা তাদের কাজকর্ম থেকেই স্পষ্ট । আর সে কারণেই এ দিন দেওয়া চিঠিতে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে, রাজ্যপাল হিংসামুক্ত ভোট পরিচালনার কথা বলে পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোটেও সমান্তরাল প্রশাসন চালু করতে চাইছে, যা আদতে নির্বাচনী বিধিভঙ্গের সমান । অবিলম্বে কমিশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে । শাসক দল মনে করছে পোর্টাল চালু করে শান্তির ভোটের নামে আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে । আর সেই জায়গা থেকেই এই পোর্টালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ।