কলকাতা, 18 সেপ্টেম্বর: মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশ কমিশনারের চেয়ারে বসেন মনোজ ভার্মা । অভিযোগ, ঠিক সেই রাতেই মহানগরে প্রহৃত হলেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট । ভাঙা হল সরকারি বাইক ৷ শুধু ট্রাফিক সার্জেন্ট নয়, বরং রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় এক সিভিক ভলান্টিয়ারকে। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে আক্রান্ত হন কলকাতা পুলিশের এক কনস্টেবল।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ট্যাংরা থানার অন্তর্গত চায়না টাউনের কাছে ক্রিস্টোফার রোডে । রক্তাক্ত অবস্থায় ওই ট্রাফিক সার্জেন্টকে ভর্তি করা হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে । তাঁর নাম কৌতুক ঘোষ । এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ । তবে তার নাম এখনও জানা যায়নি ৷
পুলিশ সূত্রে খবর, গতকাল বিশ্বকর্মা পুজো ছিল ৷ তার জন্য যাতে শহরে কোনোরকমের অপ্রীতিকর ঘটনা না-ঘটে সেই কথা মাথায় রেখে চায়না টাউন এলাকায় নাকা চেকিং চলছিল । অভিযোগ, সেই সময় বাইক নিয়ে ঢুকে পড়ে 20 থেকে 30 জন দুষ্কৃতী । তারা প্রত্যেকে মত্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে ৷ পুলিশ তাদের বাইক আটকালে বচসা বাধে ৷ অভিযোগ, এরপরেই ওই 20-30 জন দুষ্কৃতী চড়াও হয় ট্রাফিক সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ারের উপর । চলে দু'জনকে বেধড়ক মারধর । পরে থানা থেকে একজন কনস্টেবল ঘটনাস্থলে আসেন ৷ তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ।
জানা গিয়েছে, কোনোরকমে ট্যাংরা থানার পুলিশকে খবর দেওয়া হয় ৷ পরে ট্যাংরা থানার আধিকারিকরা এসে ওই পুলিশ কর্মীদের সেখান থেকে উদ্ধার করেন । এই ঘটনায় বাকি দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালালে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে পুলিশ । তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে । এই ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা । ঘটনায় স্থানীয় ট্যাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজও পুলিশ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ৷ সেগুলি খতিয়ে দেখে এই ঘটনায় আর কারা কারা যুক্ত ছিল চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ ।