পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পশ্চিমে হালকা বৃষ্টির পূর্বাভাস, বাকি জেলায় কেমন থাকবে আবহাওয়া ? - Weather Forecast of West Bengal

WB Weather Update: ফাল্গুনের চেনা আবহাওয়ার ছবিটা বদলে দিয়েছে পশ্চিম ঝঞ্ঝা ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল অতি সামান্য । আজ কোথায় কোথায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস ?

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 6:38 AM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: ভোরে ঠান্ডার শিরশিরানি, বেলায় গরম আর রাতে বৃষ্টি । বসন্তে শীত-গ্রীষ্ম-বর্ষার মিশেল এখন বঙ্গের আবহে । শীতের বিদায় বেশ কয়েকদিন আগেই হয়েছে । বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়ার হাত ধরে গ্রীষ্মের আগমনী স্বাভাবিক ঘটনা । কিন্তু ফাল্গুনের আবহাওয়ার পরিচিত ছবিতে কাঁটা ছড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে । একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক দিয়ে শুষ্ক বাতাস প্রবেশ করছে রাজ্যে । এর পাশাপাশি হঠাৎ করে বেড়ে যাওয়া গরম, এই তিনটির কারণে বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে বঙ্গে ।

প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসে যে তাপমাত্রা থাকে তার তুলনায় দুই থেকে তিন ডিগ্রি উপরে রয়েছে । যদিও শুক্রবার বৃষ্টিস্নাত আবহাওয়ার কারণেই তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় একটু কমেছে । আজ এবং আগামিকাল অর্থাৎ রবি ও সোমবার বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । সোমবার পশ্চিমের জেলাগুলোতে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

শনিবার বিকেলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে । শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল অতি সামান্য । আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. আজ নতুন ব্যবসা শুরুর জন্য শুভযোগ মিথুনের, বাকিদের ভাগ্যে কি আছে জানুন রাশিফলে
  2. মার্চের শুরুতেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে, তার আগেই রাজনৈতিক দলগুলির বিশেষ প্রশিক্ষণ
  3. গেট না-খোলায় বাইরে ঘুমিয়ে কাটালেন মদ্যপ শিক্ষক ! চাঞ্চল্য বর্ধমানের স্কুলে

ABOUT THE AUTHOR

...view details