কলকাতা, 25 ফেব্রুয়ারি: ভোরে ঠান্ডার শিরশিরানি, বেলায় গরম আর রাতে বৃষ্টি । বসন্তে শীত-গ্রীষ্ম-বর্ষার মিশেল এখন বঙ্গের আবহে । শীতের বিদায় বেশ কয়েকদিন আগেই হয়েছে । বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়ার হাত ধরে গ্রীষ্মের আগমনী স্বাভাবিক ঘটনা । কিন্তু ফাল্গুনের আবহাওয়ার পরিচিত ছবিতে কাঁটা ছড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে । একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক দিয়ে শুষ্ক বাতাস প্রবেশ করছে রাজ্যে । এর পাশাপাশি হঠাৎ করে বেড়ে যাওয়া গরম, এই তিনটির কারণে বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে বঙ্গে ।
প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসে যে তাপমাত্রা থাকে তার তুলনায় দুই থেকে তিন ডিগ্রি উপরে রয়েছে । যদিও শুক্রবার বৃষ্টিস্নাত আবহাওয়ার কারণেই তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় একটু কমেছে । আজ এবং আগামিকাল অর্থাৎ রবি ও সোমবার বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । সোমবার পশ্চিমের জেলাগুলোতে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।