কলকাতা, 29জানুয়ারি:সংক্রান্তির পর থেকে মাঘের শীতের ব্যাটিং শীত বিলাসীদের উৎসাহিত করছে ৷ তবে মাঘের শীতেই বিদায় ঘণ্টা বাজার ইঙ্গিত মিলছে। তার জেরেই ফেব্রুয়ারি মাসের প্রথমে কনকনে ঠান্ডার পরিবর্তে হালকা শীতের আমেজ মিলবে। দিনের তাপমাত্রাও বাড়তে থাকবে। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস ৷
দক্ষিণবঙ্গের আবহাওয়া: এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে । ফলে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। 31জানুয়ারি বুধবার বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলসরূপ বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমুদ্র নিকটবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের আপাতত তাপমাত্রা স্বাভাবিকে থেকে 2-1 ডিগ্রির নীচে রয়েছে। ফলে পশ্চিমের জেলাগুলিতে মনোরম ঠান্ডা আবহাওয়া থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া:দার্জিলিংয়ে প্রত্যেকদিনই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে । আগামিকাল, অর্থাৎ 30জানুয়ারির পর থেকে উত্তরবঙ্গের উপরের প্রায় প্রত্যেকটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই।