ময়না, 25 মে: ষষ্ঠ দফায় সকালে ভোট শুরু হতেই একের পর এক অশান্তি এবং রক্তপাতের ঘটনা সামনে আসছে ৷ শুক্রবার রাতে মহিষাদলে এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল বিজেপি'র বিরুদ্ধে ৷ পাশাপাশি ময়নাতেও এক তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ উঠেছে ৷ জখম তৃণমূল কর্মী ভর্তি হাসপাতালে ৷ শনিবার বিকেলে তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপে খুন করার অভিযোগ উঠেছে।
সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ওই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত ময়নায় আরও এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ করার অভিযোগ উঠেছে। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। দু’ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে। তবে বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে। পালটা বিজেপির তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ সামনে এনেছে।