ETV Bharat / state

দোতারার সুরে লোকগানের প্রতি আগ্রহ তৈরিতে মগ্ন শিক্ষক, বিক্রি করছেন ছড়ার বইও - INTERNATIONAL KOLKATA BOOK FAIR

খালি গলায় গান ধরেছেন শিক্ষক । কেউ গান শুনে এগিয়ে এলেই ঝুলি থেকে বের করে বিক্রি করছেন নিজের লেখা কবিতা ও ছড়ার বই ।

International kolkata book fair
অভিনব উপায়ে ছড়ার বই বিক্রি কলকাতা বইমেলায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 8:43 PM IST

বিধাননগর, 9 ফেব্রুয়ারি: নতুন প্রজন্মের কাছে পৌঁছতে অভিনব উপায় বেছে নিলেন শিক্ষক ৷ দোতারা নিয়ে হাজির বইমেলায় ৷ লোকগানের প্রতি আগ্রহ তৈরি করতে নিজেই দোতারায় সুর তুলে করছেন গান ৷ পাশাপাশি, সুর শুনে কেউ এগিয়ে এলে তাকে ছড়ার বই বিক্রি করে চলেছেন ৷

রবিবার 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিন। তারই মধ্যে দেখা গেল এক ভদ্রলোক দোতারা বাজাচ্ছেন। গেয়ে চলেছেন একের পর লোকগান। নিজের লেখা, নিজেরই সুর । কাঁধে ঝোলা ব্যাগ ৷ তাতে রয়েছে ছড়ার বই ।

এক শিক্ষক সুরে সুরে বই বিক্রি করছেন (ইটিভি ভারত)

খালি গলায় গান সঙ্গে দোতারার সুর। আকর্ষিত হচ্ছেন পথ চলতি অনেকেই । এগিয়ে এসে দাঁড়ালেই ঝুলি থেকে বের করছেন নিজের লেখা কবিতা ও ছড়ার বই । সামান্য দাম । ইনি হলেন পেশায় কেষ্টপুরে প্রফুল্লকানন বিদ্যালয়ের শিক্ষক সুভাষ মণ্ডল। তাঁর সরকারি চাকরি । ছেলে বিজ্ঞানী । অর্থের অভাব নেই। তবু বইমেলায় কেন এমন ভাবে ঘোরেন?

International kolkata book fair
গান শুনিয়ে বই বিক্রি (নিজস্ব ছবি)

সুভাষ মণ্ডল বলেন, "কলকাতা ময়দানে যখন বইমেলা হত, তখন থেকেই প্রতি বছর হাজির থাকি । মেলা শুরুর দিন থেকে শেষ দিন রোজ ঠিক এভাবেই আসি । টাকা রোজগারের জন্য এই কাজটা করি না । দুটি কারণে করে থাকি । প্রথমত, নিজের প্রতিভাকে এত বড় মঞ্চে প্রকাশ করা। দ্বিতীয়ত, নতুন প্রজন্মের কাছে লোকগীতি ও ছড়া পৌঁছে দেওয়ার চেষ্টা করি ।"

International kolkata book fair
স্কুল শিক্ষক সুভাষ মণ্ডল (নিজস্ব ছবি)

শিক্ষক সুভাষ মণ্ডল বিভিন্ন জেলার বিভিন্ন ভাষায় লোকগীতি লেখেন । তিনি নিজে সুর দেন । একই ভাবে ছোটদের জন্য লেখেন ছড়া । তাঁর কথায়, "শহরের বাসিন্দারা লোকগীতি-পল্লীগীতি কতটুকু আর শোনেন? তাঁদের মধ্যে আগ্রহ তৈরি করার চেষ্টা করি । এই প্রজন্ম ফোনে আর টিভিতেই মেতে থাকে । ছড়ার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তারা । বই পড়ার অভ্যাস থাকা খূুবই জরুরি । আর এই গান বা ছড়া সকলের কাছে পৌঁছনোর জন্য এর থেকে বড় মঞ্চ হবে না । তাই নিজের তাগিদে ছুটে আসা। ছড়ার বই বিক্রি করা হয় বটে তবে অতি সামান্য দাম, খরচ টুকু নেওয়া হয় শুধু ।"

বিধাননগর, 9 ফেব্রুয়ারি: নতুন প্রজন্মের কাছে পৌঁছতে অভিনব উপায় বেছে নিলেন শিক্ষক ৷ দোতারা নিয়ে হাজির বইমেলায় ৷ লোকগানের প্রতি আগ্রহ তৈরি করতে নিজেই দোতারায় সুর তুলে করছেন গান ৷ পাশাপাশি, সুর শুনে কেউ এগিয়ে এলে তাকে ছড়ার বই বিক্রি করে চলেছেন ৷

রবিবার 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিন। তারই মধ্যে দেখা গেল এক ভদ্রলোক দোতারা বাজাচ্ছেন। গেয়ে চলেছেন একের পর লোকগান। নিজের লেখা, নিজেরই সুর । কাঁধে ঝোলা ব্যাগ ৷ তাতে রয়েছে ছড়ার বই ।

এক শিক্ষক সুরে সুরে বই বিক্রি করছেন (ইটিভি ভারত)

খালি গলায় গান সঙ্গে দোতারার সুর। আকর্ষিত হচ্ছেন পথ চলতি অনেকেই । এগিয়ে এসে দাঁড়ালেই ঝুলি থেকে বের করছেন নিজের লেখা কবিতা ও ছড়ার বই । সামান্য দাম । ইনি হলেন পেশায় কেষ্টপুরে প্রফুল্লকানন বিদ্যালয়ের শিক্ষক সুভাষ মণ্ডল। তাঁর সরকারি চাকরি । ছেলে বিজ্ঞানী । অর্থের অভাব নেই। তবু বইমেলায় কেন এমন ভাবে ঘোরেন?

International kolkata book fair
গান শুনিয়ে বই বিক্রি (নিজস্ব ছবি)

সুভাষ মণ্ডল বলেন, "কলকাতা ময়দানে যখন বইমেলা হত, তখন থেকেই প্রতি বছর হাজির থাকি । মেলা শুরুর দিন থেকে শেষ দিন রোজ ঠিক এভাবেই আসি । টাকা রোজগারের জন্য এই কাজটা করি না । দুটি কারণে করে থাকি । প্রথমত, নিজের প্রতিভাকে এত বড় মঞ্চে প্রকাশ করা। দ্বিতীয়ত, নতুন প্রজন্মের কাছে লোকগীতি ও ছড়া পৌঁছে দেওয়ার চেষ্টা করি ।"

International kolkata book fair
স্কুল শিক্ষক সুভাষ মণ্ডল (নিজস্ব ছবি)

শিক্ষক সুভাষ মণ্ডল বিভিন্ন জেলার বিভিন্ন ভাষায় লোকগীতি লেখেন । তিনি নিজে সুর দেন । একই ভাবে ছোটদের জন্য লেখেন ছড়া । তাঁর কথায়, "শহরের বাসিন্দারা লোকগীতি-পল্লীগীতি কতটুকু আর শোনেন? তাঁদের মধ্যে আগ্রহ তৈরি করার চেষ্টা করি । এই প্রজন্ম ফোনে আর টিভিতেই মেতে থাকে । ছড়ার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তারা । বই পড়ার অভ্যাস থাকা খূুবই জরুরি । আর এই গান বা ছড়া সকলের কাছে পৌঁছনোর জন্য এর থেকে বড় মঞ্চ হবে না । তাই নিজের তাগিদে ছুটে আসা। ছড়ার বই বিক্রি করা হয় বটে তবে অতি সামান্য দাম, খরচ টুকু নেওয়া হয় শুধু ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.