কলকাতা, 9 ফেব্রুয়ারি: বাংলাদেশজুড়ে চলছে নৈরাজ্য, সম্প্রতি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাঙালির গর্ব মুজিবুর রহমানের বাড়ি । ভারতের প্রতি তীব্র বিদ্বেষের রাজনীতি করছে সেদেশের বর্তমান প্রজন্ম । প্রকাশ্যে কলকাঠি বাড়ছে বর্তমানে সেদেশের অভ্যন্তরীণ সরকারের মাথা মহম্মদ ইউনুস । সব মিলিয়ে যে পরিস্থিতি বছরখানেক সময় ধরে লক্ষ্য করছে গোটা বিশ্ব, সেইই পরিণতি বাংলাদেশে ঘটবে বলে জীবিত থাকাকালীন ইঙ্গিত দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ।
একবার নয় চারবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন তিনি । এমন অনেক অজনা বিষয়, তার রাজনৈতিক দূরদর্শিতা থেকে অগাধ পাণ্ডিত্য, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিদেশনীতি সংক্রান্ত পরামর্শ, অভিজ্ঞতার রসদ নিয়েই এবার বইমেলায় প্রকাশিত হয়েছে 'প্রণব মুখার্জি রাজনীতি ও কূটনীতি' ।
লেখক বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ী । বইটি এবার রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনীতি সচেতন মানুষ ও রাজনীতিতে আগ্রহীদের কাছে হট কেক । চলতি মেলায় এই বই যে সংখ্যায় বিক্রি হয়েছে তাতে খুশি প্রকাশক থেকে লেখক । বইটি প্রকাশিত হয়েছে ডুংরি প্রকাশনী থেকে । যারা এই প্রথম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্টল দিয়েছে ৷
বইমেলায় এসে এই বইটি কেনেন প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক ও তৃণমূল নেতা কুণাল ঘোষ । তিনি বলেন, "প্রণব মুখোপাধ্যায় একটা চলন্ত ইতিহাস । হিউম্যান কম্পিউটার । যে উচ্চতায় রাজনীতি করেছেন তার অভিজ্ঞতা অনস্বীকার্য । আমি তাঁকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি । স্নেহ করতেন । আমার থেকেও বেশি কাছ থেকে পেয়েছেন সাংবাদিক গৌতম লাহিড়ী । নিজের আগ্রহে পাঠক হিসেবে আজ বইটা কিনলাম । যে সময় যেটা দরকার প্রণব মুখোপাধ্যায় সেটা নিজে করেছেন বা পরামর্শ দিয়েছেন । বিদেশনীতি থেকে কেন্দ্রের বিভিন্ন নীতি । 1984 থেকে 2009, দেশে নম্বর দুই স্থানে একটি লোক । প্রধানমন্ত্রী হওয়া হয়নি সেটা আক্ষেপ ।"
লেখক গৌতম লাহিড়ীর কথায়, "ভারতের আধুনিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রণব মুখোপাধ্যায় । সরকারের গঠন, পতন, প্রধানমন্ত্রী হওয়া, না হওয়া । কী কারণে হতে পারেননি । এইসব তুলে ধরা হয়েছে বইটিতে । দুটি খণ্ড রয়েছে । মুজিব হত্যার পর হাসিনার পরিবারের তিনি অভিভাবক ছিলেন । বিরোধীদের সঙ্গে সম্পর্ক ছিল খুবই দৃঢ় । সম্পর্ক ভালো ছিল খালেদা জিয়ার সঙ্গেও । বাংলাদেশ এখন যে সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে তার আভাস তিনি বহু আগে দিয়েছিলেন । সেটা এই বইতে আছে ।"