মালদা, 9 ফেব্রুয়ারি: খালি লরির ত্রিপলের মধ্যে লুকিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশি যুবকের। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা যায় আসল ঘটনা। কাজের খোঁজে বাংলাদেশ থেকে ভারতে এসেছে বলে দাবি ফজলুল হক নামে ওই যুবকের। তার বাড়ি, বাংলাদেশের পার্বতীপুরের গঙ্গাসরা এলাকায়।
এদিকে এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তাদের নাম সুকরু আলি ও রশিদুল ইসলাম । সুকরু ও রশিদুল দু’ভাই । তারা ইংরেজবাজারের কমলাবাড়ি এলাকার বাসিন্দা । ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, শনিবার মহদিপুর এলাকায় একটি আমবাগানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ফজলুলকে । তাকে আটক করে জেরা শুরু হয় । জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শুক্রবার একটি খালি লরি বাংলাদেশ থেকে মালদায় ফিরছিল। সেই লরিতে থাকা ত্রিপলের মধ্যে লুকিয়েই ফজলুল ভারতে চলে আসে ।
ফজলুলকে জেরা করে পুলিশ ওই লরির খোঁজ শুরু করে । সেখানেও জালিয়াতি হয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। পুলিশ জানতে পারে, সুকরু আলির ড্রাইভিং লাইসেন্স নিয়ে তার ভাই রশিদুল বাংলাদেশে লরি নিয়ে গিয়েছিল । দু’জনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । দু’ভাইয়ের বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাদেরও । ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।
ফজলুল জানায়, লরিতে চেপে সে এদেশে প্রবেশ করেছিল । বাংলাদেশে কাজের সুযোগ নেই। কাজের খোঁজেই এভাবে লুকিয়ে ভারতে প্রবেশ। যদিও ধৃত দু’ভাইয়ের দাবি, ফজলুল কোন লরিতে করে এদেশে প্রবেশ করেছে, তা তাদের জানা নেই ।