পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটেও এবার শাসকের চোখ রাঙানির অভিযোগ, ক্ষুব্ধ বিচারপতি - কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: আগামী 29 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ৷ সেই ভোট কয়েক প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থিতদের শিবিরের বিরুদ্ধে ৷ এই নিয়ে ক্ষুব্ধ বিচারপতি ৷ তিনি প্রশ্ন তুলেছেন যে কেন এই ধরনের অভিযোগ উঠবে ?

Calcutta High Court
Calcutta High Court

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 1:39 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটেও এবার শাসকের চোখ রাঙানির অভিযোগ । এই নিয়ে মামলা দায়ের করার আবেদন শুনে ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত । বিস্মিত বিচারপতির মন্তব্য, ‘‘বারের ভোটেও এমন অভিযোগ ! আপনারা কোথায় নিজেদের নামাচ্ছেন !’’

এর পর তিনি বলেন, ‘‘এই মামলা নেওয়ার আগে আমি যে দু’জনের মধ্যে ঘটনার অভিযোগ তাদের বক্তব্য শুনতে চাই । হাইকোর্টের ভোটেও এমন অভিযোগ ! আপনারা কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন ? সবাই সহকর্মী, ব্রাদার আইনজীবী । আগে আমি দু’জনের সঙ্গে কথা বলব । তারপরে মামলা গ্রহণ করব কি না ভাবব ।’’

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘‘এটা কী হচ্ছে ! এর আগে কোনোদিন এমন অভিযোগ শুনিনি । ভাবিওনি হাইকোর্টে ভোট নিয়ে এমন অভিযোগ কোনোদিন শুনতে হবে । আগামিকাল (বৃহস্পতিবার) সকাল 11টায় আগে দু’জনকে হাজির হতে হবে এজলাসে । কোর্ট আগে কথা বলবে তাদের সঙ্গে ।’’

এরপরে বিচারপতি সেনগুপ্তর এজলাসে মামলা করতে যান হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক । ক্ষোভের সঙ্গে বিচারপতি তাঁকে অভিযোগ সম্পর্কে অবহিত করে বলেন, ‘‘এই নিয়ে এবার কোর্টকে বিচার করতে হবে ? কেন এমন অভিযোগ উঠবে ? আর এখন থেকে কি এই সব মামলার বিষয় হবে ? আপনারা এইসব জানেন না ?’’ সম্পাদক জানান, তাঁর কিছু জানা নেই । এর পর বিচারপতি জানান, বৃহস্পতিবার আগে দু’পক্ষের সঙ্গে কথা বলবেন । যদি বিষয়টি গুরুতর মনে হয়, তখন মামলা হিসেবে গ্রহণ করবেন ।

উল্লেখ্য, হাইকোর্টের কিছু আইনজীবী নতুন একটি সংগঠন করেছেন । তাঁরা এবার সংগঠনের হয়ে বারের ভোটে লড়তে চান । অভিযোগ, তৃণমূল সমর্থিত কিছু প্রার্থী তাঁদের ভোটে না দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছেন । হুমকিও দেওয়া হয়েছে । আগামী 29 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি বার অ্যাসোসিয়েশনের ভোট ।

আরও পড়ুন:

  1. দীর্ঘ আইনি লড়াই, 27 বছর পর হাইকোর্টের নির্দেশে চাকরি পেলেন এক ব্যক্তি
  2. 'নতুন বছরের দিকে তাকিয়ে মান-অভিমান ভুলে আসুন এজলাসে', আইনজীবীদের আবেদন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ABOUT THE AUTHOR

...view details