পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজনৈতিক পরিচয় ছেঁটে ফেললেন 'অভিমানী' কুণাল, নীরব তৃণমূল

Kunal Ghosh deletes political identity: বৃহস্পতিবার মধ্যরাত পার হতেই তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক পরিচয় দু'টি মুছে ফেলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ পাশাপাশি তিনি কাউকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ৷ তবে দলের তরফে এনিয়ে কোনও বক্তব্য জানানো হয়নি ৷

ETV Bharat
এক্স হ্যান্ডেল থেকে রাজনৈতিক পরিচয় মুছলেন কুণাল ঘোষ

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 12:34 PM IST

কলকাতা, 1 মার্চ: এক্স হ্যান্ডেল থেকে নিজের রাজনৈতিক পরিচয় মুছে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ এক্স হ্যান্ডেলে এখন তিনি শুধুই সাংবাদিক ও সমাজকর্মী ৷ এ নিয়ে অবশ্য তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তৃণমূল নেতা শান্তনু সেনকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷

এদিকে গতকাল রাতে তৃণমূলের মুখপাত্র কুণার ঘোষের এক্স হ্যান্ডেলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হয়েছে ৷ কুণাল লেখেন, "নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক,দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না ৷" এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ কাকে উদ্দেশ্য করে বা কেন এই পোস্ট তা জানা যায়নি ৷ তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, দলের ভিতরে মতানৈক্যের জেরেই এমন পোস্ট করেছেন দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক ৷

স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে কুণালের এমন পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোরদার জল্পনা শুরু হয়েছে ৷ তাহলে কি এবার রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন কুণাল ? যিনি একাধারে তৃণমূলের মুখপাত্র দলের রাজ্য সাধারণ সম্পাদক, সাম্প্রতিক অতীতে সবসময় সব ইস্যুতে দলীয় বক্তব্য দিয়েছেন তিনি, তাঁর হঠাৎ এমন পরিবর্তন কেন ?

সামগ্রিকভাবে বিষয়টি নজরে আসার পর সংবাদমাধ্যমের তরফ থেকে বারবার কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ কিন্তু তাঁর ফোন বন্ধ থাকায় কোনও মতামত পাওয়া যায়নি ৷ ঘনিষ্ঠ সূত্রের খবর, গতকাল রাত বারোটা পর্যন্ত তাঁর মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদকের পরিচয়টি এক্স হ্যান্ডেলে ছিল ৷ 1 মার্চ হতেই পরিচয় বদল হয়ে শুধু সমাজকর্মী এবং সাংবাদিক করা হয়েছে ৷

এখানেই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি কুণাল ঘোষের সঙ্গে দলের একাংশের আরও একবার সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে ? সেই কারণে তিনি 'অভিমানবশত' তাঁর রাজনৈতিক পরিচয় মুছে দিয়েছেন ৷ 'অভিমানবশত'ই কারণ, আনুষ্ঠানিকভাবে কুণাল ঘোষ নিজের পথ ছাড়ার কোনও কথা ঘোষণা করেননি ৷ এই পরিস্থিতিতে তাই ঘনিষ্ঠমহল থেকে বলা হচ্ছে, হয়তো অভিমানবশত এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. আদালতের 'বাধা' সরতেই পুলিশের জালে শাহজাহান, অভিষেককেই কৃতিত্ব কুণালের
  2. শাহজাহানের গ্রেফতারি নিয়ে সময়সীমা দিয়েও পিছু হটলেন কুণাল, পুলিশ ঠিক ধরবে বলে আস্থা প্রকাশ তৃণমূলের মুখপাত্রের
  3. অগ্নিমিত্রাকে আক্রমণ, কুণালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের বিজেপি বিধায়কের

ABOUT THE AUTHOR

...view details