কলকাতা, 1 মার্চ: এক্স হ্যান্ডেল থেকে নিজের রাজনৈতিক পরিচয় মুছে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ এক্স হ্যান্ডেলে এখন তিনি শুধুই সাংবাদিক ও সমাজকর্মী ৷ এ নিয়ে অবশ্য তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তৃণমূল নেতা শান্তনু সেনকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷
এদিকে গতকাল রাতে তৃণমূলের মুখপাত্র কুণার ঘোষের এক্স হ্যান্ডেলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হয়েছে ৷ কুণাল লেখেন, "নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক,দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না ৷" এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ কাকে উদ্দেশ্য করে বা কেন এই পোস্ট তা জানা যায়নি ৷ তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, দলের ভিতরে মতানৈক্যের জেরেই এমন পোস্ট করেছেন দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক ৷
স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে কুণালের এমন পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোরদার জল্পনা শুরু হয়েছে ৷ তাহলে কি এবার রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন কুণাল ? যিনি একাধারে তৃণমূলের মুখপাত্র দলের রাজ্য সাধারণ সম্পাদক, সাম্প্রতিক অতীতে সবসময় সব ইস্যুতে দলীয় বক্তব্য দিয়েছেন তিনি, তাঁর হঠাৎ এমন পরিবর্তন কেন ?