পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চার আসনে উপনির্বাচন, চমক তৃণমূলের প্রার্থী তালিকায় - Assembly Bye Election 2024 - ASSEMBLY BYE ELECTION 2024

TMC Candidates for Bye Election 2024: বাংলায় চার আসনে উপনির্বাচনের দিন ঘোষণা আগেই হয়ে গিয়েছে ৷ 10 জুলাই এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ ফলপ্রকাশ হবে আগামী 13 জুলাই ৷ শুক্রবার এই চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল ঘাসফুল শিবির ৷ তাতেই ফের চমক তৃণমূলের ৷

TMC Candidates for Bye Election 2024
মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 11:40 AM IST

Updated : Jun 14, 2024, 2:27 PM IST

কলকাতা, 14 জুন: লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনের জন্যও প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। আগামী 10 জুলাই 4 আসনে উপনির্বাচন রয়েছে বাংলায়। ইতিমধ্যেই একটি আসন অর্থাৎ কলকাতার মানিকতলায় প্রার্থীর নাম সকলের জানা ছিল। শুধুমাত্র এ ক্ষেত্রে নাম ঘোষণা ছিল আনুষ্ঠানিকতা। সেইমতো শুক্রবার আনুষ্ঠানিকভাবে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তবে অন্য তিন আসনে সেভাবে বড় কোনও চমক আসবে এমনটা আশা না-করলেও অবশেষে অবাক করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

প্রার্থী তালিকা (ইটিভি ভারত)

বাগদা আসনে আরও একবার ঠাকুরবাড়ির সদস্য তথা মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল রাজ্যের শাসকদল। মতুয়া অধ্যুষিত বাগদায় ঠাকুরবাড়ির গুরুত্বপূর্ণ সদস্যকে প্রার্থী করে উপনির্বাচন জমিয়ে দিল তৃণমূল কংগ্রেস। শেষ লোকসভার ফল দেখলে এই চার উপনির্বাচনের আসনে একমাত্র মানিকতলাতেই 3 হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। কিন্তু বাকি 3 আসন অর্থাৎ বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই তিন আসনেই লোকসভার নিরিখে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

2021- এর বিধানসভা নির্বাচন দেখলে এই তিন আসনেই জয় পেয়েছিল বিজেপি। তবে এক্ষেত্রে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ আসনে যথাক্রমে বিজেপি থেকে আসা কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীর উপর ভরসা রাখলেও, বাগদা আসনে তৃণমূল কংগ্রেস বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তথা বনগাঁ লোকসভা আসনের প্রার্থী বিশ্বজিৎ দাসকে প্রার্থী করল না। তার বদলে মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে আরও একবার ঠাকুরবাড়ির উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আস্থা সেটাই তুলে ধরল। এখন প্রশ্ন এটাই, এই তিন আসনে কি শেষ পর্যন্ত জয় পাবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস? উত্তর মিলবে ফলপ্রকাশের (13 জুলাই) পর ।

Last Updated : Jun 14, 2024, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details