ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেনে হয়তো শেষ সফর এটাই, পেশি ছিঁড়ে ইঙ্গিত জকোভিচের - AUSTRALIAN OPEN 2025

আগামী বছর কি মেলবোর্ন পার্কে দেখা যাবে তাঁকে ? অনুরাগীদের ধোঁয়াশায় রেখে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন জকোভিচ ৷

NOVAK DJOKOVIC
নোভাক জকোভিচ (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 24, 2025, 3:34 PM IST

মেলবোর্ন, 24 জানুয়ারি: আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে কী আর অংশ নেবেন নোভাক জকোভিচ? চোটের কারণে শুক্রবার সার্বিয়ান তারকার অপ্রত্যাশিত বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন এটাই ৷ মেলবোর্ন পার্ক ছাড়ার আগে জকোভিচ নিজেই উত্তর দিলেন সেই জল্পনার ৷ আর সেই উত্তর শুনে খুব একটা খুশি হবেন না তাঁর অনুরাগীরা ৷ রড লেভার এরিনায় 10বারের খেতাবজয়ী আগামী বছর যে ফিরবেন, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা দিলেন না ৷ অর্থাৎ, সেদিক থেকে দেখতে গেলে হয়তো প্রিয় অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ম্য়াচটা শুক্রবার খেলে ফেললেন 'জোকার' ৷

একাদশতম খেতাবজয়ের লক্ষ্যে এদিন সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হয়েছিলেন জকোভিচ ৷ তুল্যমূল্য লড়াইয়ের পর টাইব্রেকারে প্রথম সেট জিতে নেন জার্মানির তরুণ ৷ এরপর পেশি ছিঁড়ে যাওয়ার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ লড়াই অসম্পূর্ণ রেখেই কোর্ট ছাড়েন সার্বিয়ান মায়েস্ত্রো ৷ ফলত প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে যান জেরেভ ৷

ম্যাচ শেষে জকোভিচ বলেন, "আমি নিজেও জানি না এখানে আর ফিরতে পারব কি না ৷ মরশুমটা কীভাবে শেষ হয় দেখা যাক ৷ আমি আরও এগোতে চাই কিন্তু আগামী বছর এখানে আসা হবে কি না, নিশ্চিত নই ৷ সাধারণত আমি অস্ট্রেলিয়ায় খেলতে আসতে ভীষণ পছন্দ করি ৷ এখানে আমি কেরিয়ারের সবচেয়ে নজরকাড়া সাফল্য পেয়েছি ৷ তাই ফিট থাকলে এখানে না-আসার কোনও কারণ নেই ৷"

সেমিফাইনালেই প্রথম নয় ৷ চলতি অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালেও চোট ভুগিয়েছিল জকোভিচকে ৷ কার্লোস আলকারাজের বিরুদ্ধে অলিখিত ফাইনালে প্রথম সেট হারের পর একই কারণে মেডিক্যাল টাইম-আউট নিতে হয় জকোভিচকে ৷ শুশ্রূষার পর কোর্টে ফিরে অবশ্য রোখা যায়নি সার্বিয়ান তারকাকে ৷ টানা তিন সেট জিতে শেষ চার নিশ্চিত করেন জকোভিচ ৷

আরও পড়ুন:

মেলবোর্ন, 24 জানুয়ারি: আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে কী আর অংশ নেবেন নোভাক জকোভিচ? চোটের কারণে শুক্রবার সার্বিয়ান তারকার অপ্রত্যাশিত বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন এটাই ৷ মেলবোর্ন পার্ক ছাড়ার আগে জকোভিচ নিজেই উত্তর দিলেন সেই জল্পনার ৷ আর সেই উত্তর শুনে খুব একটা খুশি হবেন না তাঁর অনুরাগীরা ৷ রড লেভার এরিনায় 10বারের খেতাবজয়ী আগামী বছর যে ফিরবেন, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা দিলেন না ৷ অর্থাৎ, সেদিক থেকে দেখতে গেলে হয়তো প্রিয় অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ম্য়াচটা শুক্রবার খেলে ফেললেন 'জোকার' ৷

একাদশতম খেতাবজয়ের লক্ষ্যে এদিন সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হয়েছিলেন জকোভিচ ৷ তুল্যমূল্য লড়াইয়ের পর টাইব্রেকারে প্রথম সেট জিতে নেন জার্মানির তরুণ ৷ এরপর পেশি ছিঁড়ে যাওয়ার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ লড়াই অসম্পূর্ণ রেখেই কোর্ট ছাড়েন সার্বিয়ান মায়েস্ত্রো ৷ ফলত প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে যান জেরেভ ৷

ম্যাচ শেষে জকোভিচ বলেন, "আমি নিজেও জানি না এখানে আর ফিরতে পারব কি না ৷ মরশুমটা কীভাবে শেষ হয় দেখা যাক ৷ আমি আরও এগোতে চাই কিন্তু আগামী বছর এখানে আসা হবে কি না, নিশ্চিত নই ৷ সাধারণত আমি অস্ট্রেলিয়ায় খেলতে আসতে ভীষণ পছন্দ করি ৷ এখানে আমি কেরিয়ারের সবচেয়ে নজরকাড়া সাফল্য পেয়েছি ৷ তাই ফিট থাকলে এখানে না-আসার কোনও কারণ নেই ৷"

সেমিফাইনালেই প্রথম নয় ৷ চলতি অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালেও চোট ভুগিয়েছিল জকোভিচকে ৷ কার্লোস আলকারাজের বিরুদ্ধে অলিখিত ফাইনালে প্রথম সেট হারের পর একই কারণে মেডিক্যাল টাইম-আউট নিতে হয় জকোভিচকে ৷ শুশ্রূষার পর কোর্টে ফিরে অবশ্য রোখা যায়নি সার্বিয়ান তারকাকে ৷ টানা তিন সেট জিতে শেষ চার নিশ্চিত করেন জকোভিচ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.