ETV Bharat / state

ট্যাংরায় হেলে পড়ল আরও একটি বহুতল, আতঙ্কিত বাসিন্দারা - BUILDING TILTS IN TANGRA

এর আগে বাঘাযতীন ও ট্যাংরায় একটি করে বহুতল হেলে পড়ে ৷ এক্ষেত্রেও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে ৷

Building Tilts in Tangra
ট্যাংরায় হেলে পড়ল আরও একটি বহুতল, আতঙ্কিত বাসিন্দারা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 2:19 PM IST

Updated : Jan 24, 2025, 3:26 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: হেলে পড়া বহুতলের শহর ৷ কলকাতার পরিচয় কি এবার এটাই হতে চলেছে ! কারণ, গত কয়েকদিনে বেশ কয়েকটি হেলে পড়া বাড়ির হদিশ পাওয়া গেল মহানগরে ৷

গত বুধবার ট্যাংরার 58 নম্বর ওয়ার্ডে একটি বহুতল হেলে পড়েছিল পাশের নির্মীয়মাণ আরেকটি বহুতলের উপর ৷ শুক্রবারের ঘটনাস্থল সেই ট্যাংরা ৷ তবে চারতলা যে বাড়িটি হেলে গিয়েছে, সেটি কলকাতা পুরনিগমের 59 নম্বর ওয়ার্ডে অবস্থিত ৷

ট্যাংরায় হেলে পড়ল আরও একটি বহুতল, আতঙ্কিত বাসিন্দারা (ইটিভি ভারত)

সম্প্রতি কলকাতা পুরনিগম এলাকার বাঘাযতীনে একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার উপক্রম হয় ৷ সেই নিয়ে হইচই পড়ে যায় ৷ পরে বাড়িটি পুরনিগমের তরফে ভেঙে ফেলা হয় ৷ গ্রেফতার করা হয় সংশ্লিষ্ট প্রমোটারকে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর 24 পরগনার কামারহাটি-পানিহাটিতে বহুতল হেলে পড়ার খবর সামনে আসে ৷

BUILDING TILTS IN TANGRA
ট্যাংরায় হেলে পড়েছে বহুতল (নিজস্ব ছবি)

পর পর কেন এত বহুতল হেলে পড়ছে, এই প্রশ্নের উত্তর যখন সকলে খোঁজার চেষ্টা করছেন, সেই পরিস্থিতিতে ট্যাংরায় আরও একটি বহুতল হেলে পড়ে ৷ সেই বহুতল অবস্থিত কলকাতা পুরনিগমের 58 নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার ৷ সেই ঘটনার প্রায় 48 ঘণ্টার মধ্যেই ট্যাংরায় আরও একটি হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া গেল ৷

BUILDING TILTS IN TANGRA
ট্যাংরায় হেলে পড়েছে বহুতল (নিজস্ব ছবি)

এবার ঘটনাস্থল কলকাতার 59 নম্বর ওয়ার্ড ৷ ট্যাংরার লোকনাথ বোস গার্ডেন লেনে চারতলা একটা বাড়ি হেলে পড়ে পাশের বাড়ির উপর ৷ দু’টি বাড়ির উপরের অংশ একেবারে এক জায়গায় চলে আসে ৷ দুই বাড়ির মাঝে কার্যত কোনও জায়গাই নেই আর ৷

BUILDING TILTS IN TANGRA
বহুতল ঠিক রাখতে ব্যবহার করা হয়েছে রড (নিজস্ব ছবি)

ওই বহুতলের বাসিন্দা রজত চক্রবর্তী জানান, আমফানের পরই বাড়িটি হেলে পড়েছিল ৷ এখন প্রশাসন যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে ৷ এলাকার বাসিন্দা সুমিত মিশ্র জানান, এই বাড়িটি 8-9 বছর আগে তৈরি হয় ৷ আগেই বাড়িটি হেলে পড়েছিল ৷ সম্প্রতি জানা যায় যে বাড়িটি যাতে আর হেলে না পড়ে সেই কারণে বিম ও লোহার রড দেওয়া হয়েছিল ৷ সীমা দে নামে বহুতলের এক বাসিন্দা জানান, দু’বছর আগে তাঁরা সেখানে ফ্ল্যাট কিনে এসেছেন ৷ তার আগে থেকেই বাড়ির এই অবস্থা ছিল ৷

BUILDING TILTS IN TANGRA
ট্যাংরায় হেলে পড়েছে বহুতল (নিজস্ব ছবি)

তবে বাসিন্দাদের মধ্যে এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ৷ বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ ৷ স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, যেখানে বহুতলটি রয়েছে, সেখানে আগে পুকুর ছিল ৷

BUILDING TILTS IN TANGRA
ট্যাংরায় এক জায়গায় চলে এসেছে দুই বহুতল (নিজস্ব ছবি)

এই প্রসঙ্গে 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বসু বলেন, ‘‘বেআইনি আইনি কোনও বাড়ি সম্পর্কেই আমার কাছে কোনও খোঁজ থাকে না । আমিও আজ শুনলাম কিছুক্ষণ আগে । আমি কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ আধিকারিকদের জানিয়েছি ঘটনাস্থলে যেতে ।’’

কলকাতা, 24 জানুয়ারি: হেলে পড়া বহুতলের শহর ৷ কলকাতার পরিচয় কি এবার এটাই হতে চলেছে ! কারণ, গত কয়েকদিনে বেশ কয়েকটি হেলে পড়া বাড়ির হদিশ পাওয়া গেল মহানগরে ৷

গত বুধবার ট্যাংরার 58 নম্বর ওয়ার্ডে একটি বহুতল হেলে পড়েছিল পাশের নির্মীয়মাণ আরেকটি বহুতলের উপর ৷ শুক্রবারের ঘটনাস্থল সেই ট্যাংরা ৷ তবে চারতলা যে বাড়িটি হেলে গিয়েছে, সেটি কলকাতা পুরনিগমের 59 নম্বর ওয়ার্ডে অবস্থিত ৷

ট্যাংরায় হেলে পড়ল আরও একটি বহুতল, আতঙ্কিত বাসিন্দারা (ইটিভি ভারত)

সম্প্রতি কলকাতা পুরনিগম এলাকার বাঘাযতীনে একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার উপক্রম হয় ৷ সেই নিয়ে হইচই পড়ে যায় ৷ পরে বাড়িটি পুরনিগমের তরফে ভেঙে ফেলা হয় ৷ গ্রেফতার করা হয় সংশ্লিষ্ট প্রমোটারকে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর 24 পরগনার কামারহাটি-পানিহাটিতে বহুতল হেলে পড়ার খবর সামনে আসে ৷

BUILDING TILTS IN TANGRA
ট্যাংরায় হেলে পড়েছে বহুতল (নিজস্ব ছবি)

পর পর কেন এত বহুতল হেলে পড়ছে, এই প্রশ্নের উত্তর যখন সকলে খোঁজার চেষ্টা করছেন, সেই পরিস্থিতিতে ট্যাংরায় আরও একটি বহুতল হেলে পড়ে ৷ সেই বহুতল অবস্থিত কলকাতা পুরনিগমের 58 নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার ৷ সেই ঘটনার প্রায় 48 ঘণ্টার মধ্যেই ট্যাংরায় আরও একটি হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া গেল ৷

BUILDING TILTS IN TANGRA
ট্যাংরায় হেলে পড়েছে বহুতল (নিজস্ব ছবি)

এবার ঘটনাস্থল কলকাতার 59 নম্বর ওয়ার্ড ৷ ট্যাংরার লোকনাথ বোস গার্ডেন লেনে চারতলা একটা বাড়ি হেলে পড়ে পাশের বাড়ির উপর ৷ দু’টি বাড়ির উপরের অংশ একেবারে এক জায়গায় চলে আসে ৷ দুই বাড়ির মাঝে কার্যত কোনও জায়গাই নেই আর ৷

BUILDING TILTS IN TANGRA
বহুতল ঠিক রাখতে ব্যবহার করা হয়েছে রড (নিজস্ব ছবি)

ওই বহুতলের বাসিন্দা রজত চক্রবর্তী জানান, আমফানের পরই বাড়িটি হেলে পড়েছিল ৷ এখন প্রশাসন যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে ৷ এলাকার বাসিন্দা সুমিত মিশ্র জানান, এই বাড়িটি 8-9 বছর আগে তৈরি হয় ৷ আগেই বাড়িটি হেলে পড়েছিল ৷ সম্প্রতি জানা যায় যে বাড়িটি যাতে আর হেলে না পড়ে সেই কারণে বিম ও লোহার রড দেওয়া হয়েছিল ৷ সীমা দে নামে বহুতলের এক বাসিন্দা জানান, দু’বছর আগে তাঁরা সেখানে ফ্ল্যাট কিনে এসেছেন ৷ তার আগে থেকেই বাড়ির এই অবস্থা ছিল ৷

BUILDING TILTS IN TANGRA
ট্যাংরায় হেলে পড়েছে বহুতল (নিজস্ব ছবি)

তবে বাসিন্দাদের মধ্যে এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ৷ বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ ৷ স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, যেখানে বহুতলটি রয়েছে, সেখানে আগে পুকুর ছিল ৷

BUILDING TILTS IN TANGRA
ট্যাংরায় এক জায়গায় চলে এসেছে দুই বহুতল (নিজস্ব ছবি)

এই প্রসঙ্গে 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বসু বলেন, ‘‘বেআইনি আইনি কোনও বাড়ি সম্পর্কেই আমার কাছে কোনও খোঁজ থাকে না । আমিও আজ শুনলাম কিছুক্ষণ আগে । আমি কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ আধিকারিকদের জানিয়েছি ঘটনাস্থলে যেতে ।’’

Last Updated : Jan 24, 2025, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.