বারাসত, 13 জুন: তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর জামিন মঞ্জুর করল বারাসত আদালত ৷ নিউটাউনে মারধরকাণ্ডে দু'হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বৃহস্পতিবার জামিন পেলেন অভিনেতা তথা নেতা সোহম ৷ নিউটাউনের একটি রেঁস্তোরায় মারধরের ঘটনায় বৃহস্পতিবার বারাসত আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অভিযুক্ত সোহম ৷
তাঁর আবেদনের ভিত্তিতেই এদিন জামিন মামলার শুনানি চলে সিজেএম-এর এজলাসে ৷ বাদী-বিবাদী দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর বিকেল নাগাদ সোহম চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছেন সিজেএম আদালতের বিচারক ৷
আদালত সূত্রে খবর, নিউটাউন মারধরকাণ্ডে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে টেকনো সিটি থানায় এফআইআর করেন আক্রান্ত রেঁস্তোরার মালিক ৷ সেইমতো পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 506, 323, 341 এবং আইপিসি-র 34 ধারায় মামলা রুজু করে ৷ প্রতিটি ধারাই জামিন যোগ্য হওয়ায় বৃহস্পতিবার বারাসত জেলা আদালত থেকে সহজেই জামিন পেয়ে যান বিধায়ক সোহম চক্রবর্তী ৷
তবে, সিসিটিভি ফুটেজে বিধায়ক সোহম চক্রবর্তীর রেঁস্তোরার মালিককে মারধর করার দৃশ্য ফুটে উঠেছে ৷ এরপরও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় একাধিক প্রশ্ন উঠেছে ! তাহলে কি শাসকদলের বিধায়ক হওয়াতেই সোহমের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রুজু করল পুলিশ ? সেই কারণেই কি তিনি সহজেই জামিন পেয়ে গেলেন বারাসত আদালত থেকে ? যদিও জামিনের বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক ৷ বিষয়টি আদালতের বিচারাধীন বলে কার্যত এড়িয়ে গিয়েছেন সোহম ৷