বোলপুর, 15 এপ্রিল: বিজেপির লোক গ্রামে এলে 'মাথা ন্যাড়া' করে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে বোলপুরের তৃণমূল নেতা ৷ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ মঞ্চে থাকাকালীন রবিবার সন্ধ্যায় দলীয় মঞ্চ থেকে এমনই হুমকি দেন তৃণমূলের বোলপুর শহর সহ-সভাপতি বাবু দাস ৷ তিনি আরও বলেন, "এটা কাশ্মীর, উত্তরপ্রদেশ নয় । এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ ।"
যদিও পরে এই বক্তব্যের ব্যাখা দিতেও খেদ নেই এই তৃণমূল নেতার ৷ বাবু দাসের কথায়, "আদিবাসীদের জমি সুরক্ষিত নয়, আদিবাসীদের সংরক্ষণ করছে না কেন্দ্র সরকার । তাই আমি বলেছি বিজেপির তোতাপাখিরা গ্রামে এলে তাদের কাছে হিসাব নিন ৷ বিজেপির সংগঠন নেই, ইডি-সিবিআই দিয়ে ভোট করাতে চাইছে ।"
চতুর্থ দফায় লোকসভা নির্বাচন বীরভূম জেলায় ৷ বোলপুরের বল্লভপুরে আদিবাসীদের চড়ক পুজো উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ । মন্ত্রীর সামনেই বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিস্ফোরক তৃণমূল-কংগ্রেসের বোলপুর শহর সহ-সভাপতি বাবু দাস ।
মন্ত্রীর সামনেই বিজেপির লোকজনকে 'মাথা ন্যাড়া' করে দেওয়ার নিদান তৃণমূল নেতার - Controversial Comment - CONTROVERSIAL COMMENT
TMC Controversial Comment: তৃণমূল নেতার কটূ মন্তব্য ৷ তাও আবার মন্ত্রী সামনেই ৷ বিজেপির নেতারা গ্রামে এলে মাথা ন্যাড়া করে নিতে বললেন তৃণমূলের বোলপুর শহর সহ-সভাপতি ৷
Published : Apr 15, 2024, 2:30 PM IST
এদিন তিনি বলেন, "কেন্দ্র সরকার আইন পাস করে আদিবাসীদের জমিগুলো দখল করে নেবে । বিজেপি বুলডোজার চালিয়ে তাদের ইচ্ছেমতো চলবে ৷ আমরা 100 দিনের কাজ করেছি, সেই কাজের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি ৷ আমি আদিবাসী মায়েদের বলতে চাই, আমাদের গ্রামে যদি বিজেপির কোনও দালাল আসে তার মাথাটা ন্যাড়া করে বের করে দেবেন । এটা কাশ্মীর নয়, এটা উত্তরপ্রদেশ নয় । এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ ।"
অর্থাৎ, বিজেপির লোকজন গ্রামে এলেই 'মাথা ন্যাড়া' করে দেওয়ার নিদান দেন তৃণমূল নেতা ৷ যা নিয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি সুব্রত চট্টরাজ বলেন, "তৃণমূলের নেতাদের ভাষা এই রকমই । বিজেপিকে ভয় পেয়ে এই ভাষায় হুমকি দিচ্ছে পাশে রাজ্যের মন্ত্রী বসে আছেন ৷ তৃণমূলের সংস্কৃতিই এটা ।"
আরও পড়ুন :