পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা - TMC leader arrested - TMC LEADER ARRESTED

TMC Leader Arrested: তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ৷ ধৃত নেতা পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ ছিলেন ৷ জানা গিয়েছে, ঘটনা প্রকাশ্যে আসতেই ওই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস ৷

TMC Leader Arrested
গ্রেফতার তৃণমূল নেতা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 2:06 PM IST

বাঁকুড়া, 14 সেপ্টেম্বর: দিনের পর দিন এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ৷ গ্রেফতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা স্থানীয় তৃণমূল নেতা ৷ ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে বাঁকুড়ার সোনামুখীতে ৷ গ্রেফতারের খবর প্রকাশ্য়ে আসতেই অভিযুক্ত নেতাকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ৷

ধৃত তৃণমূল নেতাকে বহিষ্কার করল দল (ইটিভি ভারত)

বাঁকুড়ার সোনামুখী ব্লকে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিযুক্ত ওই নেতা ৷ সেই সঙ্গে, গত পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর কর্মাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ স্থানীয়দের দাবি, এলাকায় নেতার বেশ প্রভাব রয়েছে ৷ অভিযোগ, সোনামুখী থানা এলাকায় এক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করেছেন ওই নেতা ৷ নির্যাতিতা ছাত্রীর পরিবারের তরফ থেকে সোনামুখী থানায় অভিযোগ জানানোর পর তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ ৷

জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতার গাড়ির চালকের কাজ করেন নির্যাতিতার বাবা । সেই সুবাদে নির্যাতিতা তরুণী ধৃত নেতাকে 'দাদু' বলে ডাকত ৷ তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, নির্যাতিতার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঘরে আটকে রেখে একাধিকবার যৌন নির্যাতন করেন ওই নেতা ৷ শুক্রবার সুযোগ বুঝে সেই বাড়ি থেকে পালিয়ে যায় ওই তরুণী ৷ এরপর তড়িঘড়ি পরিবারের লোকজনকে সম্পূর্ণ ঘটনা জানায় সে ৷ এরপর সোনামুখী থানায় লিখিত অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার ৷ অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ওই নেতাকে গ্রেফতার করে পুলিশ ৷ বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, "আমরা পরিবারের তরফ থেকে একটি ধর্ষণের লিখিত অভিযোগ পাই ৷ সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।"

অন্যদিকে, কর্মাধক্ষ্যের বিরুদ্ধে ভয়াবহ এই অভিযোগ ওঠার পরই তৃণমূল কংগ্রেসের তরফে অনির্দিষ্টকালের জন্য ওই নেতাকে সাসপেন্ড করা হয়েছে । দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ৷ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন, "বিষয়টি নিন্দনীয় ৷ প্রশাসন তার কাজ করছে ৷ তবে দল এই সমস্ত ঘটনাকে কোনও দিনও প্রশ্রয় দেয় না ৷ দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাঁকে বহিষ্কার করা হয়েছে ৷"

এদিকে, তৃণমূল নেতার গ্রেফতারের ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি ৷ সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন, "এটা গোটা রাজ্য জুড়ে হচ্ছে ৷ সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসতেই আমরা সরব হয়েছিলাম ৷ এখানে আরও অনেক ঘটনা রয়েছে ৷ তৃণমূল যেখানে রয়েছে, সেখানেই এই ধরণের ঘটনা ঘটছে ৷"

ABOUT THE AUTHOR

...view details