পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আবাস যোজনা, তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে - BANGLAR BARI SCHEME

কারও কাছে পাঁচ হাজার কারও কাছে 10 বা 20 হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বুথ সভাপতির টাকা আদায়ের ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

banglar bari scheme
তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2024, 8:17 PM IST

সুতি, 22 ডিসেম্বর: তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আবাস যোজনার কাটমানি তোলার অভিযোগ ৷ আবাস যোজনায় নাম আসা উপভোক্তাদের কাছ থেকে কাটমানি তোলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে। তদ্ন্তকারীদের দাবি, তালিকায় যাঁদের নাম রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছেন ওই বুথ সভাপতি। কারও কাছে পাঁচ হাজার কারও কাছে 10 বা 20 হাজার টাকা করেও নেওয়া হচ্ছে। বুথ সভাপতির টাকা আদায়ের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম তরজা শুরু হয়েছে।

সুতি-2 ব্লকের কাশিমনগর গাজীপুর 49 নম্বর বুথের অভিযুক্ত বুথ সভাপতি নীলিমা দাস। নীলিমা দাস অবশ্য কাটমানির কথা স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর মাথার উপর কে রয়েছে বা কার নির্দেশে কাটমানি আদায় চলছে তা জানাননি। সুতি-2 ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী বলেন, "এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি আলফাজ উদ্দিন বিশ্বাস বলেন, "সরকার ছাড়া চুরি করা অসম্ভব। কোনও চোর ধরা পড়লে সে তার সর্দারের নাম নেয় না! ঠিক সেই এখানে হচ্ছে। আবাসের উপভোক্তাদের একাধিক জন এই অভিযোগে সরব হয়েছেন।"

তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে (ইটিভি ভারত)

দীর্ঘদিন পর বাংলা আবাস যোজনায় ঘর পাচ্ছেন উপভোক্তারা। সার্ভে করে তালিকা সংশোধনের পর তালিকাভুক্ত ব্যক্তিদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। আর এবার উপভোক্তাদের বাড়িতে গিয়েই কাটমানি তোলার অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। নীলিমা দাস নামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি একটি বাড়িতে গিয়ে উপভোক্তার ক্সছে সরাসরি টাকার দাবি করছেন বলে অভিযোগ। আর সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় সোরগোল ফেলেছে। যদিও এই ভিডিয়োোর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত। তবে অভিযুক্ত বুথ সভাপতি নিজেই স্বীকার করে নিয়েছেন পুরো ঘটনা।

তবে পর্দার আড়ালে কে বা কারা রয়েছে প্রকাশ্যে আসেনি। বিরোধীর প্রশাসনিক তদন্ত চেয়ে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। আবাস যোজনার উপভোক্তা চিনু বিবি বলেন, "ঘরের তালিকায় নাম এসেছে তাই টাকা চাইছে। একদিন এসে পাঁচ হাজার চাইল। আজ কুড়ি হাজার চাইছে। আমার দিন চলে না। কোথা থেকে টাকা দেব ?"

ABOUT THE AUTHOR

...view details