সুতি, 22 ডিসেম্বর: তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আবাস যোজনার কাটমানি তোলার অভিযোগ ৷ আবাস যোজনায় নাম আসা উপভোক্তাদের কাছ থেকে কাটমানি তোলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে। তদ্ন্তকারীদের দাবি, তালিকায় যাঁদের নাম রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছেন ওই বুথ সভাপতি। কারও কাছে পাঁচ হাজার কারও কাছে 10 বা 20 হাজার টাকা করেও নেওয়া হচ্ছে। বুথ সভাপতির টাকা আদায়ের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম তরজা শুরু হয়েছে।
সুতি-2 ব্লকের কাশিমনগর গাজীপুর 49 নম্বর বুথের অভিযুক্ত বুথ সভাপতি নীলিমা দাস। নীলিমা দাস অবশ্য কাটমানির কথা স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর মাথার উপর কে রয়েছে বা কার নির্দেশে কাটমানি আদায় চলছে তা জানাননি। সুতি-2 ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী বলেন, "এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি আলফাজ উদ্দিন বিশ্বাস বলেন, "সরকার ছাড়া চুরি করা অসম্ভব। কোনও চোর ধরা পড়লে সে তার সর্দারের নাম নেয় না! ঠিক সেই এখানে হচ্ছে। আবাসের উপভোক্তাদের একাধিক জন এই অভিযোগে সরব হয়েছেন।"