পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলবিরোধী কাজের জের, কলকাতা পৌরনিগমের দুই কাউন্সিলারকে শো-কজ তৃণমূলের - TMC ISSUES SHOW CAUSE NOTICE - TMC ISSUES SHOW CAUSE NOTICE

TMC Councillors Get Show Cause Notice: এক কাউন্সিলরকে মারধর করেছেন আরেক কাউন্সিলর ৷ তারপরেই মিডিয়ার সামনে মুখ খোলেন দু’জনেই ৷ যা নিয়ে অস্বস্তিতে পড়ে দল ৷ তারপরেই দুই কাউন্সিলারকে শো-কজ করল তৃণমূল কংগ্রেস ৷

Etv Bharat
দুই কাউন্সিলারকে শো-কজ করল তৃণমূল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 10:17 PM IST

বর্ধমান, 22 জুন: যাদবপুর ও পাটুলি এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জের ৷ 104 নং ও 110 নং ওয়ার্ডের কাউন্সিলারকে শো-কজ করল তৃণমূল কংগ্রেস । বর্ধমানে একটি রক্তদান শিবিরে যোগ দিতে এসে বার্তা দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, যাদবপুর পাটুলি এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঝামেলা বাধে । অভিযোগ ওঠে কলকাতা পৌরসভার 104 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তারকেশ্বর চক্রবর্তী ও 110 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার স্বরাজ মণ্ডলের বিরুদ্ধে । জানা গিয়েছে, কলকাতা পৌরসভার 110 নং ওয়ার্ডের দফতরে বসা নিয়ে গণ্ডগোলের জেরে স্বরাজ মণ্ডলকে মারধর করার অভিযোগ ওঠে তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে । সেই বিষয়ে তাঁরা মিডিয়ার সামনে একে অপরের বিরুদ্ধে মুখ খুলে বিতর্কে জড়িয়ে পড়েন ।

এনিয়ে কার্যত অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব । এরপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি তারকেশ্বর চক্রবর্তী ও স্বরাজ মণ্ডলকে শো-কজ নোটিশ পাঠায় । তাঁদের সাতদিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে ।

এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘কলকাতা পৌরসভার কিছু কিছু কাউন্সিলারের আচরণ দল ঠিকভাবে নেয়নি । কিছুদিন আগে 104 ও 110 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন । তাই তাঁদেরকে দল শো-কজ করেছে । সাতদিনের সময় দিয়ে বলা হয়েছে কেন তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে না, তা জানাতে । দলের সাধারণ সম্পাদক তথা দলের ডিসিপ্লিনারি কমিটির মেম্বার অরূপ বিশ্বাস দলের নির্দেশে এই শো-কজ নোটিশ জারি করেছেন ।’’

ABOUT THE AUTHOR

...view details