পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্যাতিতার বাবা-মায়ের বক্তব্য কাটাছেঁড়া করতে চায় না তৃণমূল: ব্রাত্য-শশী - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Bratya-Shashi on RG Kar victim's family statement: আরজি কর হাসপাতালে নির্যাতিতার বাবা-মায়ের বক্তব্য কাটাছেঁড়া করতে চায় না তৃণমূল কংগ্রেস ৷ সাংবাদিক সম্মেলনে দলের এই অবস্থান স্পষ্ট করে দিলেন ব্রাত্য বসু ও শশী পাঁজা ৷

ETV BHARAT
ব্রাত্য বসু ও শশী পাঁজার সাংবাদিক সম্মেলন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 3:36 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর:বুধবার রাত দখল কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছিলেন আরজি করের নির্যাতিতার পরিবারের সদস্যরা । ওই আন্দোলন থেকেই তাঁদের টাকা দেওয়ার অভিযোগের কথাও বলেছিলেন মৃত ছাত্রীর মা-বাবা । বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তাঁদের বক্তব্য নিজেদের অবস্থান স্পষ্ট করলেন দলের দুই গুরুত্বপূর্ণ নেতা ব্রাত্য বসু ও শশী পাঁজা । নির্যাতিতার পরিবারের বক্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করলেন তাঁরা ।

প্রসঙ্গত এদিন তৃণমূল ভবনে নির্যাতিতার বাবা-মায়ের একটি ভিডিয়ো দেখানো হয় । সেখানে নির্যাতিতার বাবা-মা গতকাল পুলিশের বিরুদ্ধে টাকা দিতে চাওয়ার অভিযোগ তুলেছেন । এরই জবাব দিতে গিয়ে হাত জোড় করে তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, "নির্যাতিতার মায়ের বক্তব্য নিয়ে কাটাছেঁড়া করতে চাই না । তাঁরা সন্তান হারিয়ে শোকাহত । তাঁদের শোক বা তাঁদের শূন্যতাকে ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমাদের নেই । তাই তাঁরা কখন কী বলছেন এই নিয়ে মন্তব্য করতে চাই না । সবচেয়ে বড় কথা - যে যাই করুক আমরা বিষয়টা নিয়ে রাজনীতি চাইছি না । কেউ কেউ আন্দোলনকে সামনে রেখে ঘটনা থেকে রাজনৈতিক লাভ নিতে চাইছে । আমাদের উদ্দেশ্য সেটা নয় । আমরা চাই মেয়েটি বিচার পাক । অপরাধীদের সাজা হোক । সেই জায়গা থেকে নির্যাতিতার মা-বাবা যে মন্তব্য করেছেন তা নিয়ে পালটা মন্তব্য কোনওভাবেই কাঙ্খিত হতে পারে না ।"

এখানেই শেষ নয়, শশী পাঁজা আরও বলেন, "নির্যাতিতার বাবা-মা দু'জনকেই আমরা সম্মান করি । তাঁরা তাঁদের সন্তানকে হারিয়েছেন । যেভাবে তাঁর মৃত্যু হয়েছে এই অবস্থায় তাঁদের যতই সমবেদনা জানাই কমই হবে । এই অবস্থায় আমরা কোনও পোস্টমর্টেম চাইছি না । বরং সিবিআইকে বলতে চাই দ্রুত দোষীদের গ্রেফতার করুক । নির্যাতিতা বিচার পাক । যার যা বক্তব্য আছে, সিবিআইকে জানান । তারা তদন্ত করে প্রকৃত দোষীকে দ্রুত চিহ্নিত করুক ।"

এদিন তথ্যপ্রমাণ নষ্ট হওয়া নিয়ে বেশকিছু অভিযোগ সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁদের করা হয় । এরই পালটা জবাব দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "সত্যি কথা বলতে কী, এই ধরনের কোনও অভিযোগ সম্পর্কে সরাসরি আমাদের জবাব দেওয়া সম্ভব নয় । কারণ এই মুহূর্তে গোটা তদন্ত প্রক্রিয়াটা চালাচ্ছে সিবিআই । এক্ষেত্রে যদি সত্যিই তথ্য-প্রমাণ নষ্ট হয়ে থাকে, সেটা সিবিআই বলতে পারবে । আমরাও বলছি যদি কেউ তথ্য-প্রমাণ নষ্ট করে থাকে, তাঁদের শাস্তি দেওয়া হোক । কিন্তু তার আগে সিবিআই তো স্পষ্টভাবে বলুক সাংবাদিক সম্মেলন করে যে, এখানে তথ্য-প্রমাণ নষ্ট হয়েছে । এর জন্য এ দোষী । তবেই এই নিয়ে কিছু বলা সম্ভব ।"

গতকাল যেভাবে রাত দখল কর্মসূচিতে বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে হেনস্তা করা হয়েছে, তার কড়া সমালোচনা করছেন এই তৃণমূল নেতা । তিনি বলেন, "আমি অল্প কিছু কাজ করার সুবাদে ওই পেশার সঙ্গে যুক্ত । আমি বলব, একজন সিনিয়র অভিনেত্রীকে কেউ এভাবে অপমান করতে পারে না । একজন সিনিয়র অভিনেত্রী প্রতিবাদ করতে গিয়েছেন, তাঁকে এভাবে ঘিরে ধরে যদি অপমান করা হয়, এটা কোনওদিন প্রতিবাদ হতে পারে না ।"

এদিন সাংবাদিকদের তরফ থেকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, জুনিয়র ডাক্তারদের লাগাতার কাজে যোগ না-দেওয়ার বিষয়টি নিয়ে । ব্রাত্য বলেন, মুখ্যমন্ত্রী বারবার বলছেন, এঁদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details