কলকাতা, 5 সেপ্টেম্বর:বুধবার রাত দখল কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছিলেন আরজি করের নির্যাতিতার পরিবারের সদস্যরা । ওই আন্দোলন থেকেই তাঁদের টাকা দেওয়ার অভিযোগের কথাও বলেছিলেন মৃত ছাত্রীর মা-বাবা । বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তাঁদের বক্তব্য নিজেদের অবস্থান স্পষ্ট করলেন দলের দুই গুরুত্বপূর্ণ নেতা ব্রাত্য বসু ও শশী পাঁজা । নির্যাতিতার পরিবারের বক্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করলেন তাঁরা ।
প্রসঙ্গত এদিন তৃণমূল ভবনে নির্যাতিতার বাবা-মায়ের একটি ভিডিয়ো দেখানো হয় । সেখানে নির্যাতিতার বাবা-মা গতকাল পুলিশের বিরুদ্ধে টাকা দিতে চাওয়ার অভিযোগ তুলেছেন । এরই জবাব দিতে গিয়ে হাত জোড় করে তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, "নির্যাতিতার মায়ের বক্তব্য নিয়ে কাটাছেঁড়া করতে চাই না । তাঁরা সন্তান হারিয়ে শোকাহত । তাঁদের শোক বা তাঁদের শূন্যতাকে ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমাদের নেই । তাই তাঁরা কখন কী বলছেন এই নিয়ে মন্তব্য করতে চাই না । সবচেয়ে বড় কথা - যে যাই করুক আমরা বিষয়টা নিয়ে রাজনীতি চাইছি না । কেউ কেউ আন্দোলনকে সামনে রেখে ঘটনা থেকে রাজনৈতিক লাভ নিতে চাইছে । আমাদের উদ্দেশ্য সেটা নয় । আমরা চাই মেয়েটি বিচার পাক । অপরাধীদের সাজা হোক । সেই জায়গা থেকে নির্যাতিতার মা-বাবা যে মন্তব্য করেছেন তা নিয়ে পালটা মন্তব্য কোনওভাবেই কাঙ্খিত হতে পারে না ।"
এখানেই শেষ নয়, শশী পাঁজা আরও বলেন, "নির্যাতিতার বাবা-মা দু'জনকেই আমরা সম্মান করি । তাঁরা তাঁদের সন্তানকে হারিয়েছেন । যেভাবে তাঁর মৃত্যু হয়েছে এই অবস্থায় তাঁদের যতই সমবেদনা জানাই কমই হবে । এই অবস্থায় আমরা কোনও পোস্টমর্টেম চাইছি না । বরং সিবিআইকে বলতে চাই দ্রুত দোষীদের গ্রেফতার করুক । নির্যাতিতা বিচার পাক । যার যা বক্তব্য আছে, সিবিআইকে জানান । তারা তদন্ত করে প্রকৃত দোষীকে দ্রুত চিহ্নিত করুক ।"