পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেষ্টই ক্যাপ্টেন, অনুব্রতকে মধ্যমণি করে বীরভূমে কোর কমিটির বৈঠক

দু'বছর পর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তারপর এই প্রথম হল কোর কমিটির বৈঠক।

ANUBRATA MONDAL
বীরভূমে হল কোর কমিটির বৈঠক (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

বোলপুর, 16 নভেম্বর: দীর্ঘ টানাপোড়েন পর অনুব্রত মণ্ডলকে মধ্যমণি করে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। তিনিই হলেন তৃণমূুলের কোর কমিটির চেয়ারপার্সন। বৈঠকে উপস্থিত ছিলেন কাজল শেখও। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রতিনিধি ৷ এবার থেকে প্রত্যেক কোর কমিটির বৈঠকেই চেয়ারপার্সনের ভূমিকায় থাকবেন অনুব্রত ৷ এমনটাই সিদ্ধান্ত হয়েছে ৷ এক সঙ্গে চলার বার্তা দিয়েছেন কেষ্ট-কাজল। অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রথম কোর কমিটির বৈঠক হয়।

দু'বছর পর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত। তাঁর অবর্তমানে দলের সাংগঠনিক হাল ধরতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন ৷ অনুব্রত ফেরার পরও সেই কোর কমিটি রয়েছে। এই কোর কমিটিতে রয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ।

2 মাস কোর কমিটির কোনও বৈঠক হয়নি বলে সোচ্চার হয়েছিলেন অনুব্রতর যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখ। তারপরেই দেখা গেল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দেন। সেই বৈঠক অনুব্রত মণ্ডলকে নিয়েই করতে হবে, এমনও নির্দেশ দেন নেত্রী ৷ ফলে অনুব্রতর প্রত্যাবর্তনে এই প্রথম কোর কমিটির বৈঠক। অনুব্রতকে মধ্যমণি করে এই বৈঠক শুরু হয়। তাই বৈঠক ঘিরে টানটান উত্তেজনা ছিল দলের অন্দরে ৷ এদিন, বোলপুরে তৃণমূল-কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

প্রায় এক ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোর কমিটির আহ্বাক বিকাশ রায়চৌধুরী। তিনি জানান, কোর কমিটির চেয়ারপার্সন হলেন অনুব্রত মণ্ডল। এবার থেকে সব কোর কমিটির বৈঠকে চেয়ারপার্সন হিসেবেই উপস্থিত থাকবেন অনুব্রত ৷ এছাড়া, বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ উভয়ই এক সঙ্গে চলার বার্তা দিয়েছেন। প্রতি মাসে একটি করে কোর কমিটির বৈঠক হবে ৷ পরবর্তী বৈঠক 15 ডিসেম্বর রামপুরহাটে হবে ৷ জানা গিয়েছে, কোর কমিটির বৈঠকে বেশ কয়েকটি প্রস্তাব রেখেছেন কাজল শেখ, অভিযোগ তুলেছেন একাধিক ৷ কাজল শেখের প্রস্তাব গুলি মেনে নেওয়া হয়েছে।

কাজল শেখ বলেন, "আমি আগেও বলেছি, আজও বোলপুরে তৃণমূল পার্টি অফিসে বসে বলছি অনুব্রত মণ্ডল আমার রাজনৈতিক গুরু, আমার অভিবাবক। আমি তাঁর হাত ধরে রাজনৈতিতে প্রবেশ করেছি ৷ আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই ৷ কোর কমিটির বৈঠকে সবাইকে সঙ্গে নিয়ে চলার পরিকল্পনা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details