খড়গ্রাম, 1 মে: ভোটের বাকি আর মাত্র 6 দিন ৷ কিন্তু তার আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে চলল গুলি। খড়গ্রাম থানার দিয়ার মল্লিকপুরে তৃণমূলের পতাকা হাতে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পরপর দু'রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। অভিযুক্ত অঞ্চল তৃণমূল সভাপতি কবীর শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিত বলেন, "আমি মুখ্যমন্ত্রীর সভায় ব্যস্ত ছিলাম। কী হয়েছে খোঁজ নিয়ে দেখছি। অপরাধী যেই হোক আইন সবার জন্য সমান।" কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, "তৃণমূলের সর্বনাশের দিন খুবই সামনে। নিজেদের সর্বনাশ বুঝতে পেরে তৃণমূল নেতারা বেপরোয়া হয়ে উঠেছে।"
গত কয়েকদিন ধরে বিস্ফোরণ, বোমাবাজিতে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ। কার্যত বেলডাঙা, রেজিনগর, নবগ্রাম জ্বলছে। নির্বাচন যত এগিয়ে আসেছে মুর্শিদাবাদ ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে। পঞ্চায়েত নির্বাচনে এখানেই রাজনীতির বলি হয়েছিলেন এক কংগ্রেস সমর্থক। খড়গ্রামের সাদলে সেই খুনের ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস গিয়েছিলেন মৃতের পরিবারে দেখা করতে।
জানা গিয়েছে, এদিন জমি সংক্রান্ত বিবাদ নিতে প্রথমে দু'পক্ষের মধ্যা বচসা শুরু হয় ৷ পরে তা হাতাহাতিতে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে অগ্মিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলের পতাকা হাতেই গুলি চালাতে দেখা গিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হলেও পরে অঞ্চল সভাপতি কবীর শেখকে গ্রেফতার করে পুলিশ ৷