শান্তিপুর, 21 এপ্রিল: সন্দেশখালির ছায়া এবার শান্তিপুরে ! রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে একাধিক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ । প্রশাসনকে একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা । বিজেপি প্রার্থীর জগন্নাথ সরকারের দাবি, অভিযুক্তরা শাসকদলের সমর্থক ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বাগাচড়া গ্রাম পঞ্চায়েতের করমচাঁপুর এলাকার ।
বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছে প্রদীপ সরকার নামে এক ব্যক্তি । রাত হলেই অভিযুক্ত বিভিন্ন বাড়িতে ঢুকে ঘুমন্ত মহিলাদের গায়ে হাত দিচ্ছে । জানালা দিয়ে মহিলাদের উঁকি মেরেও দেখে ওই অভিযুক্ত । এর আগেও তাঁরা প্রশাসনকে একাধিকবার বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন । কিন্তু অভিযোগ হাতে পেলেও প্রশাসন কর্ণপাত করেনি বলেই অভিযোগ জগন্নাথের । দিন কয়েক আগে এই একই কাজ করতে গিয়ে ধরা পড়ে যায় অভিযুক্ত ৷ বাড়ির বাকিদের নজরে আসতেই পালিয়ে যায় সে ৷
এরপর অতিষ্ঠ হয়ে ফের থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসীরা । কিন্তু অভিযোগ জানানোর 72 ঘণ্টা পার হওয়ার পরও এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই অভিযুক্ত ব্যক্তি । উপরন্ত যারা তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, তাঁদেরও হুমকি দিচ্ছে সে । এই ঘটনা জানাজানি হতেই রবিবার এলাকায় যান রানাঘাট কেন্দ্রের বিজেপির প্রাক্তন সাংসদ তথা এবারের প্রার্থী জগন্নাথ সরকার । তিনি এলাকার মহিলাদের কাছ থেকে সম্পূর্ণ বিষয়টি জানতে পারেন । এরপর সকলকে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাস দেন তিনি ।
এই বিষয়ে এলাকার বাসিন্দা সনৎ সরকারের অভিযোগ, "দিনকয়েক আগেও ওই অভিযুক্ত আমার বাড়িতে গিয়েছিল । রাতের অন্ধকারে আমার বাড়ির মহিলাদের ওপর হাত দেওয়ার চেষ্টা করে । এই অভিযুক্ত তৃণমূল দলের সঙ্গে যুক্ত । সেই কারণেই প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে চাইছে না ।"