কলকাতা, 2 অক্টোবর:আজ মহালয়া । আশ্বিন মাসের শুক্লপক্ষে অমাবস্যা তিথিতে পিতৃ পক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা ৷ এই লগ্নে জলাশয়ে দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে বৈদিক মন্ত্রচারণ করে জলদান করার প্রাচীন রীতি আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় । পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য রাজ্যের একাধিক নদীর ঘাটে গিয়েছেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ৷ তাই পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ৷
পিতৃপুরুষের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বুধবার ভোর থেকেই কাঁকসার শিবপুরের অজয় নদ ও দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে শুরু হয়েছে তর্পণ । জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ অজয় নদে দাঁড়িয়ে তর্পণ করেন এবং পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার্থে জল দেন ।
নিরাপত্তা সুনিশ্চিত করতে ভোর থেকেই নজরদারির কাজ শুরু করেছে কাঁকসা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী । এই বছর অজয় ও দামোদর নদের জলস্তর বেশি থাকার কারণে পুলিশি তৎপরতা নজরে এসেছে ।