পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকালয়ে ঢুকে পড়ল বাঘ ! পর্যটন মরশুমে আতঙ্কে ঝাড়গ্রাম - TIGER STRAYS AT JHARGRAM

পর্যটকের মরশুমে ঝাড়গ্রামে ঢুকে পড়ল সিমলিপাল টাইগার রিজার্ভের বাসিন্দা জিনাত । তাকে বাগে আনতে সুন্দরবন থেকে আনা হয়েছে বিশেষ দল ৷

TIGER STRAYS AT JHARGRAM
লোকালয়ে বাঘের আগমন ! (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

ঝাড়গ্রাম, 21 ডিসেম্বর: ভরা পর্যটকের মরশুমে ঝাড়গ্রামের লোকালয়ে ঢুকে পড়ল বাঘ ৷ তাকে ধরতে সুন্দরবন থেকে আনা হয়েছে বিশেষ দল ৷ বাঘের হানায় আতঙ্কিত এলাকাবাসী ৷

শুক্রবার সকালে ঝাড়খণ্ডে ছেড়ে বাংলায় ঢুকে পড়ে সিমলিপাল টাইগার রিজার্ভের 3 বছরের বাঘিনী জিনাত ৷ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের কটুচুয়া-মাজগেড়িয়ার জঙ্গলে ঢুকে পড়ে সে । জিপিএস ট্র্যাকারে তার অবস্থান নিশ্চিত করেছে বনদফতর । এরপর তাকে খোঁজার কাজ শুরু করেন বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ড রাজ্যের বনদফতরের আধিকারিকরা ৷ কিন্তু, একাধিক পদক্ষেপ নিয়েও জিনাতকে বাগে আনতে পারেননি বনকর্মীরা । অবশেষে সুন্দরবনের বনকর্মীদের ডেকে পাঠানো হয় ৷ এদিকে, তল্লাশি অভিযান সরেজমিনে খতিয়ে দেখতে কটুচুয়া গ্রামে সকাল থেকেই উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম, ওড়িশার সিমলিপাল ফরেস্ট রিজার্ভের কর্মী, ঝাড়খণ্ড বনদফতরের কর্মীরা ।

বনদফতর সূত্রে খবর, কটুচুয়া, মাজগেড়িয়া গ্রামে বনকর্মী ও পুলিশকর্মীরা মাইকিং করে জনসাধারণকে সতর্ক করে দেন । কেউ যাতে একা জঙ্গলের রাস্তা দিয়ে চলাফেরা না-করে, সে কথাও বারবার মাইকিং বলা হয় ৷ এদিকে, শুক্রবার সারাদিন কটুচুয়ার জঙ্গলেই জিনাত ছিল বলে জানা গিয়েছে ৷ তারপর বিকেল হতেই সেখান থেকে সরে গিয়ে চিড়াকুটির দিকে এগিয়ে এসেছে সে । কটুচুয়ার বাসিন্দা নরেন মাণ্ডি বলেন, "বনদফতর থেকে মাইকিং করে সাবধান করা হয়েছে । বাঘ ঢুকে পড়েছে কটুচুয়ার জঙ্গলে । সকলেই বেশ আতঙ্কে আছি ।"

ঝাড়গ্রাম বনবিভাগের ডিএফও উমর ইমাম বলেন, "সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, এই মুহূর্তে যাতে কেউ জঙ্গলে না-যায় । অবশ্যই সতর্ক থাকতে হবে সকল গ্রামবাসীদের । বনদফতরের পক্ষ থেকে এলাকায় 24 ঘণ্টা গাড়ি রাখা হয়েছে । গ্রামবাসীদের কোথাও যেতে হলে অবশ্যই বিট অফিসার, রেঞ্জ অফিসারদের জানিয়ে যেতে হবে । অন্যান্য রাজ্যের সঙ্গে আমরা সমন্বয় রেখে কাজ করছি ৷"

ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, "ওই এলাকায় বাঘ ধরার জন্য বনদফতরের বিশেষজ্ঞ টিমকে পাঠানো হয়েছে । কলকাতার অরণ্য ভবন থেকেও নজর রাখা হচ্ছে । সুন্দরবন থেকে একটি বিশেষ দলকে বেলপাহাড়িতে নিয়ে আসা হয়েছে । বাঘিনী খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, যার ফলে তাকে ধরতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে বনকর্মীদের । পরিস্থিতির উপর বনদফতরের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে ৷"

পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল 'অরণ্য সুন্দরী' ঝাড়গ্রাম ৷ প্রতি বছর শীতের সময় প্রচুর পর্যটকের ঢল নামে লালপাহাড়ের এই জেলায় । সম্প্রতি, সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে জিনাত ঝাড়গ্রামের বর্ডার সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গলে পৌঁছে গিয়েছিল ৷ ফলে, জিনাতের ভয়ে অরণ্য সুন্দরীর দিক থেকে বহু পর্যটক মুখ ফিরিয়ে নিয়েছিলেন । এবার ঝাড়গ্রামে ঢুকে পড়েছে বাঘিনী । ফলে পর্যটন শিল্পে এর চরম প্রভাবের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা ৷"

পড়ুন:কুলতলিতে বাঘের হানায় জখম যুবক ! আতঙ্কে গ্রামবাসীরা

ABOUT THE AUTHOR

...view details